০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতার সেবায় ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন: সোনাইমুড়ী ও চাটখিলে বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষার আলো বিতরণ
Reporter Name
- Update Time : ০২:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৮ Time View

মোহাম্মদ হানিফ , নোয়াখালী প্রতিনিধি : জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। সম্প্রতি নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা ও উপজেলার নদনা এবং চাষীরহাট ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের মাধ্যমে শত শত দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে এই ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত মানুষের কাছে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এই মহৎ উদ্যোগের একজন উদ্যোক্তা ও উপদেষ্টা গোলাম মর্তুজা নিজে মেডিকেল ক্যাম্পগুলো পরিদর্শন করেন এবং রোগীদের সাথে সরাসরি কথা বলে তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন, যা এই কার্যক্রমকে আরও মানবিক করে তুলেছে।
গোলাম মর্তুজা শুধুমাত্র স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধ থাকেননি। তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে শিক্ষার প্রতিও তার গভীর অঙ্গীকারের পরিচয় দিয়েছেন। ফাউন্ডেশন কর্তৃপক্ষ ভবিষ্যতে এই কার্যক্রমের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করেছে, যাতে সোনাইমুড়ী ও চাটখিলের আরও বেশি মানুষ উপকৃত হতে পারে।

এই জনহিতকর উদ্যোগে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভার জামায়াতে ইসলামের মেয়র পদপ্রার্থী মাওলানা হেফজুর রহমান এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুল আরবিন জাফর। তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন শুধু চিকিৎসা সেবাই নয়, শিক্ষার আলো ছড়ানোর মাধ্যমে একটি সুস্থ ও শিক্ষিত সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের এই ধারাবাহিক প্রচেষ্টা নিশ্চিতভাবে স্থানীয় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
Tag :
























