১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

মাদ্রাসা থেকে ফেরেনি নাহিদ, রাজধানীতে সাংবাদিকের ছেলে নিখোঁজ

Reporter Name
  • Update Time : ০৫:০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৩২ Time View

রোমান পথিক, রায়পুরা: রাজধানীর ভাটারা থানার নদ্দা এলাকার একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে সাংবাদিকের ছেলে মো. নাহিদ (১৩)। টানা তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নাহিদ নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম. নূরউদ্দিন আহমেদের একমাত্র ছেলে। পারিবারিক সূত্র জানায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাহিদ রাজধানীর নদ্দা এলাকার মারকাযুত তাকওয়া মাদ্রাসা থেকে নরসিংদীর রায়পুরা পৌর শহরের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যথাসময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। আত্মীয়-স্বজন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য মেলেনি।

নিখোঁজ নাহিদের বাবা সাংবাদিক এম. নূরউদ্দিন আহমেদ বলেন,
“আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। ধারণা করছি, হয়তো তাকে অপহরণ করা হয়েছে। দ্রুত ছেলেকে উদ্ধার করে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।”

এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভাটারা থানার পরিদর্শক (এসআই তদন্ত) হাবিবুর রহমান বলেন,
“নাহিদের নিখোঁজের খবর পাওয়ার পরই পুলিশ তৎপরতা শুরু করেছে। তার শেষ অবস্থান শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা টিমও কাজ করছে। আমরা আশা করছি, দ্রুতই নাহিদকে খুঁজে পাওয়া যাবে।”
নাহিদের পরিবার জানিয়েছে, টানা তিন দিনেও কোনো খোঁজ না মেলায় তারা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। কেউ যদি নাহিদের অবস্থান সম্পর্কে তথ্য জানেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বা ০১৭১৬০০১৪৭১, ০১৭৯০৫৫৬৮২০ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করেছেন পরিবার।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

মাদ্রাসা থেকে ফেরেনি নাহিদ, রাজধানীতে সাংবাদিকের ছেলে নিখোঁজ

Update Time : ০৫:০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

রোমান পথিক, রায়পুরা: রাজধানীর ভাটারা থানার নদ্দা এলাকার একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে সাংবাদিকের ছেলে মো. নাহিদ (১৩)। টানা তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নাহিদ নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম. নূরউদ্দিন আহমেদের একমাত্র ছেলে। পারিবারিক সূত্র জানায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাহিদ রাজধানীর নদ্দা এলাকার মারকাযুত তাকওয়া মাদ্রাসা থেকে নরসিংদীর রায়পুরা পৌর শহরের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যথাসময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। আত্মীয়-স্বজন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য মেলেনি।

নিখোঁজ নাহিদের বাবা সাংবাদিক এম. নূরউদ্দিন আহমেদ বলেন,
“আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। ধারণা করছি, হয়তো তাকে অপহরণ করা হয়েছে। দ্রুত ছেলেকে উদ্ধার করে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।”

এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভাটারা থানার পরিদর্শক (এসআই তদন্ত) হাবিবুর রহমান বলেন,
“নাহিদের নিখোঁজের খবর পাওয়ার পরই পুলিশ তৎপরতা শুরু করেছে। তার শেষ অবস্থান শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা টিমও কাজ করছে। আমরা আশা করছি, দ্রুতই নাহিদকে খুঁজে পাওয়া যাবে।”
নাহিদের পরিবার জানিয়েছে, টানা তিন দিনেও কোনো খোঁজ না মেলায় তারা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। কেউ যদি নাহিদের অবস্থান সম্পর্কে তথ্য জানেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বা ০১৭১৬০০১৪৭১, ০১৭৯০৫৫৬৮২০ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করেছেন পরিবার।