০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
- Update Time : ০২:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ২০৫ Time View
সিলেটের সুনামধন্য ট্রাভেল এজেন্সি, বন্দর বাজারস্ত রংমহল টাওয়ারের মাদীনা ওভারসীজ ইন্টারন্যাশনাল সার্ভিস ও আল-খিদমাহ ট্রাভেলসের ২০২৫ সালের হাজীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নগরীর অভিজাত হোটেল, হোটেল মেট্রোতে।


২৯ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ১১টায় মাদীনা ওভারসীজের সত্ত্বাধিকারী ও মাদীনাহ হজ্ব-উমরাহ গ্রুপের চেয়ারম্যান মাওলানা মাহদী হাসানের সভাপতিত্বে ও আল খিদমার সত্ত্বাধিকারী মাসুম আল মাহদীর পরিচালনায় শুরু হয় হজ্ব প্রশিক্ষণ-২০২৫।
অর্ধশতাধিক হাজীদের প্রশিক্ষণ প্রদান করেন টিলাগড় পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি বুরহান উদ্দিন কাসেমী। দীর্ঘ দুই ঘন্টাব্যাপী হজ্বের রোকন ও বিভিন্ন আহকামগুলো নিয়ে সবিস্তারে আলোচনা করেন মুফতি বুরহান উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, এমআর ট্রাভেলস এন্ড ট্যুরস এর সত্ত্বাধিকারী মাসুদ উজ্জামান, বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাদীনা ওভারসীজের শাহ ইমরান আহমদ, খলিলুর মাহবুব, এমডি আবু তালহা তোফায়েল ও সাহিদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।
Tag :
Awesome https://is.gd/N1ikS2
Good https://is.gd/N1ikS2