মসজিদের জায়গা দখল করার ষড়যন্ত্র জনগণ রুখে দেবে -প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতৃবৃন্দ

- Update Time : ০২:৩০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ২০৪ Time View
রাজধানী ঢাকার বংশাল থানাধীন ৩৩নং ওয়ার্ড আব্দুল হাদী লেনস্থ নবাব ইউসুফ জান জামে মসজিদের জায়গা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মুসল্লী ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুসল্লী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ গোলাম রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হাফেজ মাসুম, এডভোকেট সুলতান আহমাদ, মুহাম্মদ হাফিজুর রহমান তানভীর, মুহাম্মদ সোহেল ইবরাহীম হাসান, আনিসুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা গোলাম রহমান বলেন, মজসিদের জায়গা দখল করে আত্মসাৎ করার হীন উদ্দেশ্যে মোঃ আব্দুস সালাম ও তার সহযোগীরা বিভিন্নভাবে হুমক প্রদান করে আসছে। প্রভাবশালী একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে আল্লাহর ঘর, মুসলিমদের সিজদার জায়গা মসজিদের জায়গা করার দুঃসাহস কিভাবে করে এটি আমাদের প্রশ্ন? তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা প্রয়োজনে জীবন দেব তবু মসজিদের জায়গা দখল করার চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দেব ইনশাআল্লাহ ।