বির্তকিত ওয়াকফ সংশোধনী বিল
ভারতের বির্তকিত ওয়াকফ সংশোধনী বিল রাষ্ট্রপতির সইয়ের মাধ্যমে আইনে পরিণত হল

- Update Time : ০২:২৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ৩০৬ Time View
সরকার ডেস্ক:৫ এপ্রিল ২০২৫ইং শনিবার রাতে ওয়াকফ সংশোধনী বিলে সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর ফলে সংসদে পাশ হওয়া বিলটি পরিণত হল ।ভারতে মুসলিমদের দান করা শত শত কোটি ডলার মূল্যের ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও বহু বছরের পুরনো পরিচালনা পদ্ধতি সংশোধনে আইন করা হল।
গত বুধবার গভীর রাতে সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ বিতর্কের পরে লোকসভায় ৫৬ ভোটের ব্যবধানে পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। পক্ষে পড়েছিল ২৮৮টি ভোট। বিপক্ষে পড়েছিল ২৩২টি ভোট। এর পরে ১২৮-৯৫ ভোটে রাজ্যসভায় বৃহস্পতিবার গভীর রাতে পাশ হয়েছিল এই সংশোধনী বিল। লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া বিল অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। শনিবার রাতে তাতে সই করলেন রাষ্ট্রপতি। সেই সিলমোহর পাওয়ায় ওই বিল পরিণত হল আইনে।
ভারত সরকারের গেজেটিয়রে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সংশোধনী আইনের বিজ্ঞপ্তি। সংশোধিত আইন অনুযায়ী ‘ওয়াকফ’ শব্দের অর্থ ‘ঐক্যবদ্ধ ওয়াকফ ব্যবস্থাপনা, ক্ষমতায়ন, দক্ষতা ও উন্নয়ন’। নয়া আইন মোতাবেক, তাই কোনও জমি ওয়াকফ কি না, সেই সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। বোর্ডে এ বার থেকে থাকতে পারবেন অমুসলিম প্রতিনিধিরাও। নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্র ও রাজ্য সরকারেরও।
১৯৫৪ সালের আইন সংশোধন করে ১৯৯৫ সালে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়িয়েছিল ভারত সরকার। কিন্তু ৩০ বছর পরে যে সংশোধনে সিলমোহর দিল ভারতীয় সংসদ, তাতে বোর্ডের ক্ষমতা এবং কার্যকারিতার খোলনলচে বদলে যেতে চলেছে। সব কটি বিরোধী দলেরই দাবি, ওয়াকফ আইনের এই সংশোধন ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করে দিচ্ছে।
উল্লেখ্য, লোকসভায় দীর্ঘ ১৩ এবং রাজ্যসভায় দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে বিতর্ক চলার পরে উভয় কক্ষে পাশ হয়েছিল সংশোধনী বিল। অবশেষে তা আইনে পরিণত হল। যদিও আগেই সংশোধনী বিলের বিরোধিতা করে আদালতে দায়ের হয়েছে মামলা ।
excellent points altogether, you just gained a new reader. What would you suggest about your post that you made some days ago? Any positive?