ভয়াবহ নৃশংসতার দায় সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দল এড়াতে পারবে না ——-ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

- Update Time : ০২:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ১০৪ Time View
বিগত ফ্যাসিবাদ ও গণহত্যার বিচার না হওয়ায় নতুন করে ফ্যাসিবাদ ও রাজনৈতিক দস্যু সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী। তিনি বলেন, সেই ফ্যাসিবাদেরই নব্যরূপ পাথর দিয়ে নারকীয় হত্যাকান্ড। আরব্য জাহিলিয়াতের কথা আমরা শুনেছি, কিন্তু এবার আমরা প্রকাশ্যে দেখেছি যে, পাথর দিয়ে থেঁতলে কী ভয়াবহ ও নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করতে পারে। এ ঘটনায় দেশের জনগণ স্তব্ধ, মর্মাহত ও ব্যথিত। এই অসভ্য রাজনৈতিক দস্যুতার অবসান চায় জনগণ।
আজ রোববার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, বিগত সরকারের আমলের চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট ও গণহত্যার বিচার না হওয়ায় নতুনভাবে রাজনৈতিক দুস্য তৈরি হচ্ছে, রাজনৈতিক ডাকাত তৈরি হচ্ছে। তিনি বলেন, অবিলম্বে ট্রাইব্যুনাল গঠন করে নব্য খুনি, রাজনৈতিক দস্যু এবং বিগত ফ্যাসিবাদের আমলে সংঘটিত গণহত্যার বিচার কার্যকর করতে হবে।
ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, যেভাবে সারাদেশে চাঁদাবাজি, দখলবাজি, স্ট্যাান্ডবাজি চলছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দল এর দায়ভার কোনভাবেই এড়াতে পারে না।