বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা গল্লাই ইউনিয়ন শাখা কমিটি ঘোষণা

- Update Time : ০৯:০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১৭১ Time View
কুমিল্লা জেলা প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা উপজেলা গল্লাই ইউনিয়ন শাখার ৭৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাখাওয়াত শিকদারকে আহ্বায়ক এবং হা.মো.সামিউন সিয়ামকে সদস্য সচিব এবং এইচ এম ইয়ামিন হুসাইনকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল ) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা উপজেলার আহ্বায়ক আবুল কাশেম অভি এবং সদস্য সচিব আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো.ইসমাইল, যুগ্ম আহ্বায়ক পদে গাজী আবিদ মাহমুদ রাতুল,মো.মহিউদ্দিন, মো.তোফায়েল আল হাবিব মো.সাব্বির ইবনে সিরাজ আনিছুর সাকিবসহ আরো অনেকে রয়েছেন। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গল্লাই ইউনিয়ন শাখার আহ্বায়ক শাখাওয়াত শিকদার বলেন, ‘আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সব সময় তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।
পাশাপাশি কিভাবে সংগঠনটি আরো সুসংগঠিত এবং শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে কাজ করব।এছাড়া সদস্য হা. মো.সামিউন সিয়াম বলেন শহিদের রক্তের দিয়ে তৈরি প্লাটফর্মে পোস্ট বা পজিশন মুখ্য নয়। আমি শাহাদতকে হৃদয়ে ধারন করি। এ মাটির সন্তান হিসেবে জনকল্যাণ ও ছাত্রকল্যানমুলক কিছু করার দায়বদ্ধতা উপলব্ধি করি। সিনিয়র সদস্য সচিব এইচ এম ইয়ামিন হুসাইন বলেন,গল্লাই ইউনিয়নসহ চান্দিনাকে জুয়া, মাদক, চাঁদাবাজিসহ সকল অনৈতিক কাজ ও অপকর্ম নির্মুলে দল,মত,পেশা ও বর্ণের উর্ধ্বে গিয়ে সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ ।