বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা
- Update Time : ০৬:১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৯ Time View

বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে অবস্থিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, জাতীয় নেতা, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি)।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিএনসিপি’র কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীর সাহেবের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সমবেত হন। এ সময় তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে খ্যাত এই নেতার প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাসহ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনসিপির কেন্দ্রীয় সভাপতি শাহজাদা ওমর ফারুক পীরসাহেব। এসময় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























