০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

বাগেরহাটে উন্নয়নের ছোঁয়া নেই : আমার কিছু প্রস্তাব

Reporter Name
  • Update Time : ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / ১৪৩ Time View

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরএকটিঐতিহাসিক জেলারনামবাগেরহাট যেখানে গত দেড় দশকধরেরাস্তা-ঘাটতথা যোগাযোগব্যবস্থারউন্নয়ন দৃশ্যমান হয়নি।বাংলাদেশেরতিনটি হেরিটেজসাইট( ঐতিহ্যবাহী স্থান) রয়েছে, তার দুটিযথাক্রমে ষাট গম্ভুজমসজিদ ও সুন্দরবনবাগেরহাটেঅবস্থিত। কিন্তু কোনো এক অজানাকারণেবাগেরহাটেউন্নয়ন দেখাযায়নি। সাধারণভাবেযেকোনোইতিবাচকপরিবর্তনকেইউন্নয়নবলেমনেকরা হয়। অর্থনৈতিকপ্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ-সমতা, সুশাসন, স্বাধীনতা, সক্ষমতা, সামাজিক অন্তর্ভুক্তি ইত্যাদি সবকিছুইউন্নয়নধারণার সাথে সংশ্লিষ্ট। অর্থাৎউন্নয়নহলোএকটিতন্ত্রবাপদ্ধতিযা একই সাথে অর্থনৈতিকপ্রবৃদ্ধি, অবকাঠামোগতপরিবর্তন, পরিবেশগতপরিশুদ্ধিসহসামাজিক, রাজনৈতিকএবংসাংস্কৃতিকইত্যাদি বিষয়েরইতিবাচকপরিবর্তনকেনির্দেশ করে। যে উন্নয়নপ্রক্রিয়াপরিবেশের কোনো ক্ষতিনাকরেবর্তমানজনগোষ্ঠীর প্রয়োজনীয়চাহিদা মেটানোরজন্য তাদেরজীবনযাত্রারমানের বৃদ্ধি, নতুনআয়েরউৎসেরসৃষ্টি, আয়েরসমতাঅর্জন, কর্মসংস্থানেরসুযোগ-সুবিধা সৃষ্টিকরাসহভবিষ্যৎপ্রজন্মেরচাহিদা মেটাতে উদ্যোগী হয় বাসক্ষমতাকে টেকসইউন্নয়নপ্রক্রিয়াবলেমনেকরা হয়।
বাগেরহাটসদরেররাস্তাগুলো দেখলেআমরাসহজেইবুঝতেপারি যে, জেলাশহরটি কত অবহেলায়ছিল। আপনি দশানি, বাগেরহাট থেকে নেমেএলজিইডি মোড়ের পর আমারকথাগুলোঅনুধাবনকরতেপারবেন। এলজিইডি মোড় থেকে এসপিরবাংলোহয়েনুরমসজিদ পর্যন্তআপনাকেঅটোরিকশাতেকিংবাআপনার যেকোনোগাড়ীতে দুলতে দুলতে যেতেহবে। গত দেড় দশকধরে এ রাস্তা এ রকমইআছে। নুরমসজিদ পৌছানোর পর আপনিঅটোরিকশা থেকে নামবেন। কারণবাগেরহাটসরকারিমহিলাকলেজঅথবাসম্মিলনী মোড়পর্যন্তরিকশাকিংবাঅটোরিকশাপাবেননা । কারণএখানেবর্ষাকালেরাস্তাটিতেপানিজমে থাকে। আর অন্য সময় অতিরিক্ত রাস্তা ভাঙ্গা থাকারকারণে যেতেচায়নাঅটোরিকশা। এলজিইজিডি মোড় থেকে মহিলাকলেজ রোডপর্যন্তএতোখারাপরাস্তাআপনিবাংলাদেশের কোনো পৌরসভারমধ্যে কল্পনাকরতেপারবেনকিনাসন্দেহআছে?আপনারনিজেরকাছেমনেহতেপারে যে, আমি কোথায়এসেপড়লাম!
এখনআসি,বাগেরহাটেরশিক্ষাপ্রতিষ্ঠানেরঅবকাঠামোবিবরণীতে। বাগেরহাটসরকারিমহিলাকলেজ, বাগেরহাটেরমধ্যে অন্যতমনামকরামহিলাশিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু দুঃখেরবিষয় এই যে, ১৯৭০ সালেনির্মিতএকটিএকাডেমিককামপ্রশাসনিকভবনদিয়েচলছে এ প্রতিষ্ঠানটি। আপনি জেনেঅবাকহবেন যে, একাডেমিকভবনটিশিক্ষাপ্রকৌশলঅধিদপ্তর, বাগেরহাটদ্বারাঝুঁকিপূর্ণঘোষণাকরারপরওনতুনভবননির্মাণকরাহচ্ছেনা। এরফলেকলেজেরছাত্রীরাবিশেষভাবেক্ষতিগ্রস্তহচ্ছে। একটিঝুঁকিপূর্ণভবনেক্লাসকরাএবংকরানো- দুটিবিষয়ই গুরুত্বেরসাথে বিবেচনায় নেওয়াউচিত। ভবনটির দরজাগুলো ভাঙ্গা, জানালাগুলো ভাঙ্গা আর ফ্লোরগুলোফাটা।মন্ত্রণালয়েআবেদনকরাহয়েছেকিন্তু কার্যক্রম দৃশ্যমান হয় নি। উক্ত কলেজেরকক্ষগুলোরফ্যান/পাখা দেখেমনে হয় অনেকপূরাতন, আর বেঞ্চগুলোরঅধিকাংশ ভাঙ্গা। এ গুলোসংস্কার যেমনজরুরী তেমনিভাবেনতুনএকটিভবননির্মাণকরাওজরুরী। ঐতিহ্যবাহী এ কলেজেদুটিবিষয়েস্নাতক (সম্মান)চালুরয়েছে। সেইসাথে জাতীয়বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরঅধীনেডগ্রিী/ স্নাতকসার্টিফিকেট কোর্সচালুআছে। তাছাড়ামাস্টার্সচালুকরারকার্যক্রমপ্রক্রিয়াধীনরয়েছে।উল্লেখ্য যে. আরওপাঁচটিবিষয়ে ¯œাতক (সম্মান) চালুকরার চেষ্টাকরাহচ্ছে। কিন্তু অবকাঠামোরঅভাবেতা সম্ভব হচ্ছেনা। এটিবাগেরহাট জেলারবৃহত্তমমহিলাকলেজহওয়াসত্তে¡ও যোগাযোগব্যবস্থার বেহাল দশারকারণেঅভিভাবকেরাএ কলেজেতাদেরসন্তানদেরভর্তিকরাতেপিছপা হচ্ছেন।
বাগেরহাটসরকারিমহিলাকলেজেরঅনতিদূরেশতবর্ষীকলেজ (১৯১৮ সালে স্থাপিত) অবস্থিত। এ কলেজেরনামসরকারিপ্রফুল্ল চন্দ্র কলেজ (পিসিকলেজনামেঅধিকপরিচিত)। এ কলেজটি যেমনপুরাতন তেমনিপুরাতনতারঅবকাঠামো। যুগযুগধরে একই ভবনেক্লাসহচ্ছে, দেখার কেউই নেই।
বাগেরহাটেররাস্তা-ঘাটপুরোইজীর্ণশীর্ণঅবস্থায়রয়েছেদীর্ঘদিনধরে।বাগেরহাট পৌরসভাররাস্তা-ঘাটের যেমনউন্নয়ন দরকার তেমনিভাবেবাগেরহাট জেলারঅধীনেউপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সগুলোরওউন্নয়নজরুরিহয়েপড়ছে। আপনি জেনেঅবাকহবেন যে, এ জেলার ৮৪.০১% লোক কোনোকোনোভাবে দারিদ্র্যেরওশিকার।সিস্টেমেটিক দারিদ্র্যকে আমরাবাগেরহাট থেকে তাড়াতেসক্ষমহইনি।বাগেরহাটেতিনটি হেরিটেজসাইটের দুটিঅবস্থিত হলেও দুঃখেরবিষয়হলো গোপালগঞ্জ থেকে একইবাসেবাগেরহাটযাওয়া সম্ভব না। এছাড়াআরেকটিবিষয়পরিষ্কারহওয়াজরুরি যে, বাগেরহাট থেকে ঢাকাগামী কোনোএসিবাস নেই। এ জেলায় কোনো থ্রি-স্টার মানের হোটেলও স্থাপিত হয় নি। বাগেরহাটেএকটি ২৫০ শয্যাবিশিষ্টহাসপাতালপ্রতিষ্ঠিতহয়েছে, কিন্তু এখানেপর্যাপ্ত ডাক্তার নেই, নেইআধুনিকযন্ত্রপাতি। আর যোগাযোগব্যবস্থা খারাপহওয়ায়সবাইখুলনামুখী।বাগেরহাটমহিলাকলেজ থেকে কোনোছাত্রীঅসুস্থ হলেআমরারাস্তারসমস্যারকারণেতাকে ২৫০ শয্যাবিশিষ্টহাসপাতালেপাঠাতেভয়করি, রাস্তায়ঝাঁকিরকারণে। হাসপাতাল থেকে কলেজেররাস্তাএতোখারাপ, যাবাংলাদেশের প্রেক্ষাপটেঅপ্রতূল।
বাগেরহাটশহরেরদিকেতাকালেআমরা দেখতে পাই যে, এ শহরে কোলাহল নেইবললেইচলে। কিন্তু বর্ষাকালেমূলশহরটিনদীরজোয়ারেরপানিতেপ্লাবিতহচ্ছে। বাগেরহাটকেমূলতআমিঅটোরিকশারশহরবলে থাকি। অনেকেবাগেরহাটকেমসজিদেরশহরবলে থাকেন।কিন্তু অনেকেমজাকরেবাগেরহাটকে ভাঙ্গা রাস্তারশহরবলাশুরুকরেছে।
বাগেরহাটেরউন্নয়নেরজন্য সবারআগেআমাদেরকেরাস্তা-ঘাটতথা যোগাযোগব্যবস্থার উন্নয়নঘটাতেহবে। স্কুল-কলেজ ও হাসপাতালেরআধুনিকায়নকরতেহবে।বাগেরহাটে যে সব উন্নয়নপ্রকল্পচলমানরযেছে, তাসঠিকভাবে শেষ করতেহবে।বাগেরহাটেরপ্রাকৃতিকপরিবেশের সাথে যুক্ত বিষয়গুলোআমাদেরমাথায়রাখতেহবে।বাগেরহাটেরউন্নয়নকরতেহলেমানসম্মত পাকারাস্তানির্মাণকরতেহবে। ভৈরব নদীপূনঃখননকরাজরুরিবলেআমিমনেকরি। কেননা ভৈরব নদীর প্রস্থ খুবই কম হওয়ায় জোঁয়ারেরপানিতেবাগেরহাটশহরসহজেইপ্লাবিত হয়। জলাবদ্ধতানিরসনকল্পেবাগেরহাট পৌরসভায়পর্যাপ্ত ড্রেনখুঁড়তেহবেবলেআমিমনেকরি।বাগেরহাটেরউন্নয়নকরতেশিক্ষাখাতেরউন্নয়নঘটাতেহবে। বিশেষকরেসরকারিপিসিকলেজ, বাগেরহাট ও সরকারিমহিলাকলেজ , বাগেরহাটেপর্যাপ্তভবননির্মাণকরতেহবেএবং সেইসাথে উক্ত কলেজগুলাতেশিক্ষকসংকট দূরকরতেহবে।নারীশিক্ষারজন্য বাগেরহাটসরকারিমহিলাকলেজেরআধুনিকায়নএকান্তজরুরিহয়েপড়ছে।যুবসমাজকে দক্ষ করেতুলতেকারিগরিশিক্ষারবিকল্প নেই । এ কারণেবাগেরহাটেকারিগরিশিক্ষাকলেজেরওআধুনিকায়নকরা দরকার। জেলা ও উপজেলাসদরেরহাসপাতালগুলোতে ডাক্তার, নার্সপ্রয়োজনীয়ওষুধেরনিশ্চিতকরতেহবে। টেলিমিডিসিন ও ই- হেল্থ সেবাচালিুকরতেহবে অত্র জেলারপ্রত্যন্তঅঞ্চলে।বাগেরহাটকেনিয়েশিল্পএলাকাগঠনকরলেযুবকদেরচাকুরিরসুযোগহবে। ষাট গম্ভুজমসজিদ, খানজাহানআলীমাজার, চন্দ্রমহলইকোপার্ক, সুন্দরবনকে কেন্দ্র করেপর্যটনশিল্পনগরীরউন্নয়নকরতেহবেবলেআমিমনেকরি। কৃষিক্ষেত্রেউন্নয়নেরজন্য সেচ, সার, বীজ, কীটনাশক ও কৃষকপ্রশিক্ষণসহজলভ্য করতেহবে। সব থেকে বড়কথাহলো যে, প্রকল্পকেস্বচ্ছভাবেবাস্তবায়নকরতেহবে।দুর্নীতিরবিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণানাকরলেবাগেরহাটআরওপিছিয়েযাবে। উন্নয়নপ্রকল্পতদারকিতথানিয়মিতঅডিট ও মাঠপর্যায়েরপর্যবেক্ষণবৃদ্ধি করতেহবে।

শফিকুলইসলাম
প্রভাষক, বাগেরহাটসরকারিমহিলাকলেজ, বাগেরহাট।
বিসিএস (সাধারণশিক্ষা) ৪০তম বিসিএস

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

বাগেরহাটে উন্নয়নের ছোঁয়া নেই : আমার কিছু প্রস্তাব

Update Time : ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরএকটিঐতিহাসিক জেলারনামবাগেরহাট যেখানে গত দেড় দশকধরেরাস্তা-ঘাটতথা যোগাযোগব্যবস্থারউন্নয়ন দৃশ্যমান হয়নি।বাংলাদেশেরতিনটি হেরিটেজসাইট( ঐতিহ্যবাহী স্থান) রয়েছে, তার দুটিযথাক্রমে ষাট গম্ভুজমসজিদ ও সুন্দরবনবাগেরহাটেঅবস্থিত। কিন্তু কোনো এক অজানাকারণেবাগেরহাটেউন্নয়ন দেখাযায়নি। সাধারণভাবেযেকোনোইতিবাচকপরিবর্তনকেইউন্নয়নবলেমনেকরা হয়। অর্থনৈতিকপ্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ-সমতা, সুশাসন, স্বাধীনতা, সক্ষমতা, সামাজিক অন্তর্ভুক্তি ইত্যাদি সবকিছুইউন্নয়নধারণার সাথে সংশ্লিষ্ট। অর্থাৎউন্নয়নহলোএকটিতন্ত্রবাপদ্ধতিযা একই সাথে অর্থনৈতিকপ্রবৃদ্ধি, অবকাঠামোগতপরিবর্তন, পরিবেশগতপরিশুদ্ধিসহসামাজিক, রাজনৈতিকএবংসাংস্কৃতিকইত্যাদি বিষয়েরইতিবাচকপরিবর্তনকেনির্দেশ করে। যে উন্নয়নপ্রক্রিয়াপরিবেশের কোনো ক্ষতিনাকরেবর্তমানজনগোষ্ঠীর প্রয়োজনীয়চাহিদা মেটানোরজন্য তাদেরজীবনযাত্রারমানের বৃদ্ধি, নতুনআয়েরউৎসেরসৃষ্টি, আয়েরসমতাঅর্জন, কর্মসংস্থানেরসুযোগ-সুবিধা সৃষ্টিকরাসহভবিষ্যৎপ্রজন্মেরচাহিদা মেটাতে উদ্যোগী হয় বাসক্ষমতাকে টেকসইউন্নয়নপ্রক্রিয়াবলেমনেকরা হয়।
বাগেরহাটসদরেররাস্তাগুলো দেখলেআমরাসহজেইবুঝতেপারি যে, জেলাশহরটি কত অবহেলায়ছিল। আপনি দশানি, বাগেরহাট থেকে নেমেএলজিইডি মোড়ের পর আমারকথাগুলোঅনুধাবনকরতেপারবেন। এলজিইডি মোড় থেকে এসপিরবাংলোহয়েনুরমসজিদ পর্যন্তআপনাকেঅটোরিকশাতেকিংবাআপনার যেকোনোগাড়ীতে দুলতে দুলতে যেতেহবে। গত দেড় দশকধরে এ রাস্তা এ রকমইআছে। নুরমসজিদ পৌছানোর পর আপনিঅটোরিকশা থেকে নামবেন। কারণবাগেরহাটসরকারিমহিলাকলেজঅথবাসম্মিলনী মোড়পর্যন্তরিকশাকিংবাঅটোরিকশাপাবেননা । কারণএখানেবর্ষাকালেরাস্তাটিতেপানিজমে থাকে। আর অন্য সময় অতিরিক্ত রাস্তা ভাঙ্গা থাকারকারণে যেতেচায়নাঅটোরিকশা। এলজিইজিডি মোড় থেকে মহিলাকলেজ রোডপর্যন্তএতোখারাপরাস্তাআপনিবাংলাদেশের কোনো পৌরসভারমধ্যে কল্পনাকরতেপারবেনকিনাসন্দেহআছে?আপনারনিজেরকাছেমনেহতেপারে যে, আমি কোথায়এসেপড়লাম!
এখনআসি,বাগেরহাটেরশিক্ষাপ্রতিষ্ঠানেরঅবকাঠামোবিবরণীতে। বাগেরহাটসরকারিমহিলাকলেজ, বাগেরহাটেরমধ্যে অন্যতমনামকরামহিলাশিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু দুঃখেরবিষয় এই যে, ১৯৭০ সালেনির্মিতএকটিএকাডেমিককামপ্রশাসনিকভবনদিয়েচলছে এ প্রতিষ্ঠানটি। আপনি জেনেঅবাকহবেন যে, একাডেমিকভবনটিশিক্ষাপ্রকৌশলঅধিদপ্তর, বাগেরহাটদ্বারাঝুঁকিপূর্ণঘোষণাকরারপরওনতুনভবননির্মাণকরাহচ্ছেনা। এরফলেকলেজেরছাত্রীরাবিশেষভাবেক্ষতিগ্রস্তহচ্ছে। একটিঝুঁকিপূর্ণভবনেক্লাসকরাএবংকরানো- দুটিবিষয়ই গুরুত্বেরসাথে বিবেচনায় নেওয়াউচিত। ভবনটির দরজাগুলো ভাঙ্গা, জানালাগুলো ভাঙ্গা আর ফ্লোরগুলোফাটা।মন্ত্রণালয়েআবেদনকরাহয়েছেকিন্তু কার্যক্রম দৃশ্যমান হয় নি। উক্ত কলেজেরকক্ষগুলোরফ্যান/পাখা দেখেমনে হয় অনেকপূরাতন, আর বেঞ্চগুলোরঅধিকাংশ ভাঙ্গা। এ গুলোসংস্কার যেমনজরুরী তেমনিভাবেনতুনএকটিভবননির্মাণকরাওজরুরী। ঐতিহ্যবাহী এ কলেজেদুটিবিষয়েস্নাতক (সম্মান)চালুরয়েছে। সেইসাথে জাতীয়বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরঅধীনেডগ্রিী/ স্নাতকসার্টিফিকেট কোর্সচালুআছে। তাছাড়ামাস্টার্সচালুকরারকার্যক্রমপ্রক্রিয়াধীনরয়েছে।উল্লেখ্য যে. আরওপাঁচটিবিষয়ে ¯œাতক (সম্মান) চালুকরার চেষ্টাকরাহচ্ছে। কিন্তু অবকাঠামোরঅভাবেতা সম্ভব হচ্ছেনা। এটিবাগেরহাট জেলারবৃহত্তমমহিলাকলেজহওয়াসত্তে¡ও যোগাযোগব্যবস্থার বেহাল দশারকারণেঅভিভাবকেরাএ কলেজেতাদেরসন্তানদেরভর্তিকরাতেপিছপা হচ্ছেন।
বাগেরহাটসরকারিমহিলাকলেজেরঅনতিদূরেশতবর্ষীকলেজ (১৯১৮ সালে স্থাপিত) অবস্থিত। এ কলেজেরনামসরকারিপ্রফুল্ল চন্দ্র কলেজ (পিসিকলেজনামেঅধিকপরিচিত)। এ কলেজটি যেমনপুরাতন তেমনিপুরাতনতারঅবকাঠামো। যুগযুগধরে একই ভবনেক্লাসহচ্ছে, দেখার কেউই নেই।
বাগেরহাটেররাস্তা-ঘাটপুরোইজীর্ণশীর্ণঅবস্থায়রয়েছেদীর্ঘদিনধরে।বাগেরহাট পৌরসভাররাস্তা-ঘাটের যেমনউন্নয়ন দরকার তেমনিভাবেবাগেরহাট জেলারঅধীনেউপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সগুলোরওউন্নয়নজরুরিহয়েপড়ছে। আপনি জেনেঅবাকহবেন যে, এ জেলার ৮৪.০১% লোক কোনোকোনোভাবে দারিদ্র্যেরওশিকার।সিস্টেমেটিক দারিদ্র্যকে আমরাবাগেরহাট থেকে তাড়াতেসক্ষমহইনি।বাগেরহাটেতিনটি হেরিটেজসাইটের দুটিঅবস্থিত হলেও দুঃখেরবিষয়হলো গোপালগঞ্জ থেকে একইবাসেবাগেরহাটযাওয়া সম্ভব না। এছাড়াআরেকটিবিষয়পরিষ্কারহওয়াজরুরি যে, বাগেরহাট থেকে ঢাকাগামী কোনোএসিবাস নেই। এ জেলায় কোনো থ্রি-স্টার মানের হোটেলও স্থাপিত হয় নি। বাগেরহাটেএকটি ২৫০ শয্যাবিশিষ্টহাসপাতালপ্রতিষ্ঠিতহয়েছে, কিন্তু এখানেপর্যাপ্ত ডাক্তার নেই, নেইআধুনিকযন্ত্রপাতি। আর যোগাযোগব্যবস্থা খারাপহওয়ায়সবাইখুলনামুখী।বাগেরহাটমহিলাকলেজ থেকে কোনোছাত্রীঅসুস্থ হলেআমরারাস্তারসমস্যারকারণেতাকে ২৫০ শয্যাবিশিষ্টহাসপাতালেপাঠাতেভয়করি, রাস্তায়ঝাঁকিরকারণে। হাসপাতাল থেকে কলেজেররাস্তাএতোখারাপ, যাবাংলাদেশের প্রেক্ষাপটেঅপ্রতূল।
বাগেরহাটশহরেরদিকেতাকালেআমরা দেখতে পাই যে, এ শহরে কোলাহল নেইবললেইচলে। কিন্তু বর্ষাকালেমূলশহরটিনদীরজোয়ারেরপানিতেপ্লাবিতহচ্ছে। বাগেরহাটকেমূলতআমিঅটোরিকশারশহরবলে থাকি। অনেকেবাগেরহাটকেমসজিদেরশহরবলে থাকেন।কিন্তু অনেকেমজাকরেবাগেরহাটকে ভাঙ্গা রাস্তারশহরবলাশুরুকরেছে।
বাগেরহাটেরউন্নয়নেরজন্য সবারআগেআমাদেরকেরাস্তা-ঘাটতথা যোগাযোগব্যবস্থার উন্নয়নঘটাতেহবে। স্কুল-কলেজ ও হাসপাতালেরআধুনিকায়নকরতেহবে।বাগেরহাটে যে সব উন্নয়নপ্রকল্পচলমানরযেছে, তাসঠিকভাবে শেষ করতেহবে।বাগেরহাটেরপ্রাকৃতিকপরিবেশের সাথে যুক্ত বিষয়গুলোআমাদেরমাথায়রাখতেহবে।বাগেরহাটেরউন্নয়নকরতেহলেমানসম্মত পাকারাস্তানির্মাণকরতেহবে। ভৈরব নদীপূনঃখননকরাজরুরিবলেআমিমনেকরি। কেননা ভৈরব নদীর প্রস্থ খুবই কম হওয়ায় জোঁয়ারেরপানিতেবাগেরহাটশহরসহজেইপ্লাবিত হয়। জলাবদ্ধতানিরসনকল্পেবাগেরহাট পৌরসভায়পর্যাপ্ত ড্রেনখুঁড়তেহবেবলেআমিমনেকরি।বাগেরহাটেরউন্নয়নকরতেশিক্ষাখাতেরউন্নয়নঘটাতেহবে। বিশেষকরেসরকারিপিসিকলেজ, বাগেরহাট ও সরকারিমহিলাকলেজ , বাগেরহাটেপর্যাপ্তভবননির্মাণকরতেহবেএবং সেইসাথে উক্ত কলেজগুলাতেশিক্ষকসংকট দূরকরতেহবে।নারীশিক্ষারজন্য বাগেরহাটসরকারিমহিলাকলেজেরআধুনিকায়নএকান্তজরুরিহয়েপড়ছে।যুবসমাজকে দক্ষ করেতুলতেকারিগরিশিক্ষারবিকল্প নেই । এ কারণেবাগেরহাটেকারিগরিশিক্ষাকলেজেরওআধুনিকায়নকরা দরকার। জেলা ও উপজেলাসদরেরহাসপাতালগুলোতে ডাক্তার, নার্সপ্রয়োজনীয়ওষুধেরনিশ্চিতকরতেহবে। টেলিমিডিসিন ও ই- হেল্থ সেবাচালিুকরতেহবে অত্র জেলারপ্রত্যন্তঅঞ্চলে।বাগেরহাটকেনিয়েশিল্পএলাকাগঠনকরলেযুবকদেরচাকুরিরসুযোগহবে। ষাট গম্ভুজমসজিদ, খানজাহানআলীমাজার, চন্দ্রমহলইকোপার্ক, সুন্দরবনকে কেন্দ্র করেপর্যটনশিল্পনগরীরউন্নয়নকরতেহবেবলেআমিমনেকরি। কৃষিক্ষেত্রেউন্নয়নেরজন্য সেচ, সার, বীজ, কীটনাশক ও কৃষকপ্রশিক্ষণসহজলভ্য করতেহবে। সব থেকে বড়কথাহলো যে, প্রকল্পকেস্বচ্ছভাবেবাস্তবায়নকরতেহবে।দুর্নীতিরবিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণানাকরলেবাগেরহাটআরওপিছিয়েযাবে। উন্নয়নপ্রকল্পতদারকিতথানিয়মিতঅডিট ও মাঠপর্যায়েরপর্যবেক্ষণবৃদ্ধি করতেহবে।

শফিকুলইসলাম
প্রভাষক, বাগেরহাটসরকারিমহিলাকলেজ, বাগেরহাট।
বিসিএস (সাধারণশিক্ষা) ৪০তম বিসিএস