০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁশখালী সাধনপুর গ্রামীণ সড়কের বেহাল দশা: জনদুর্ভোগে পথচারী

Reporter Name
- Update Time : ০৬:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৭৬ Time View
আনিছুর রহমান ভ্রাম্যমাণ প্রতিনিধি ;
(চট্টগ্রাম): বাঁশখালী সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর মোকামী পাড়ার দক্ষিণ গ্রামীণ সড়কের বেহাল দশা চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ দেশের বিভিন্ন প্রান্তে, উপজেলা সদর, স্কুল, কলেজ, হাসপাতাল ও বাজারে যাতায়াত করে।
কিন্তু সড়কের বর্তমান অবস্থায় হাঁটাচলাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে কাদার সৃষ্টি হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
এলাকার ভুক্তভোগী বাসিন্দারা জানান “এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াও দায়।
রিকশা বা সিএনজিচালিত অটোরিকশা চলতে গিয়ে প্রায়ই উল্টে যায়। জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতেও আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়।” এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত সড়কটি সংস্কার করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করবে।
Tag :