০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁশখালীতে ১৬ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১
Reporter Name
- Update Time : ০১:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৬১ Time View

আনিছুর রহমান , নিজস্ব (প্রতিবেদক) চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহরণের মাত্র ১৬ ঘণ্টার মধ্যেই পাঁচ মাস বয়সী শিশু আদিয়াতকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
আটককৃত নারীর নাম রোবাইদা সুলতানা তানজু (২৮)। তিনি চন্দনাইশ উপজেলার মুরাদবাদ এলাকার নাজিম উদ্দীনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর দুপুরে বাঁশখালীর ছনুয়া এলাকায় প্রতিবেশী রিদুয়ান কৌশলে মনজুর আলমের পাঁচ মাস বয়সী ছেলে আদিয়াতকে কোলে নিয়ে অপহরণ করে। শিশুটির বাবা মনজুর আলম অনেক খোঁজাখুঁজির পরও ছেলেকে না পেয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতা নেয়। এর ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে রোবাইদা সুলতানা তানজুকে আটক করা হয়।
সন্ধ্যার দিকে বাঁশখালী থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ এবং বাঁশখালী থানার অফিসার ইন্চার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।
জিজ্ঞাসাবাদে আটক রোবাইদা সুলতানা তানজু পুলিশকে জানান, তিনি রিদুয়ান ও আলমগীরের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় শিশুটিকে কিনেছিলেন।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই অপহরণের ঘটনায় জড়িত রিদোয়ানসহ অন্যান্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়। দ্রুততম সময়ে সফলতার সাথে শিশুটিকে উদ্ধার করায় স্থানীয়দের মাঝে থানা পুলিশের ভূমিকা প্রশংসিত হচ্ছে ।
Tag :

























