০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

বগুড়ায় আদালত চত্বরে নিরাপত্তা ভেদ করে পালালো জোড়া হত্যা মামলার আসামি

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১২:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৯ Time View

  বিশেষ প্রতিনিধি: বগুড়ায় আদালত চত্বরে নিরাপত্তা ভেদ করে পালালো জোড়া হত্যা মামলার আসামি বগুড়ায় আদালতের মত কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। সোমবার ২২ সেপ্টেম্বর বিকেল সোয়া ৪টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যায় জোড়া হত্যা মামলার অন্যতম আসামি রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। তিনি নছির আকন্দের ছেলে। কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, রফিকুলকে জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আনা হয়েছিল। কিন্তু হাজতখানা থেকে কারাগারে ফেরত নেওয়ার সময় আদালতের গেটের সামনে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, আদালতের মত সংবেদনশীল এলাকায় এমন ঘটনা দায়িত্বে অবহেলা ও নিরাপত্তার বড় ফাঁকফোকরকেই সামনে এনেছে। পুলিশি নজরদারি নিয়েই এখন উঠছে প্রশ্ন। ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শুরু হয়েছে চিরুনি অভিযান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আসামিকে ধরা সম্ভব হয়নি। জানা গেছে, গত ৯ জুলাই জেলার দুপচাচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমন্ডপ এলাকায় শ্বশুর ও পুত্রবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যা ও ডাকাতি মামলার অন্যতম আসামি ছিলেন রফিকুল ইসলাম। তাকে ধরতে একটি বিশেষ টিম ইতোমধ্যেই মাঠে নেমেছে। একইসাথে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হতে পারে। এই ঘটনা আদালতপাড়ার নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষের মধ্যে ভীতি ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে, আর প্রশাসনের শীর্ষ পর্যায়েও দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। এদিকে আদালত এলাকায় ফুটপাত দখল করে ভ্রাম্যমান দোকানপাট বসায় শৃঙ্খলাজনিত সমস্যা আরও প্রকট হয়ে উঠছে ।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

বগুড়ায় আদালত চত্বরে নিরাপত্তা ভেদ করে পালালো জোড়া হত্যা মামলার আসামি

Update Time : ১২:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

  বিশেষ প্রতিনিধি: বগুড়ায় আদালত চত্বরে নিরাপত্তা ভেদ করে পালালো জোড়া হত্যা মামলার আসামি বগুড়ায় আদালতের মত কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। সোমবার ২২ সেপ্টেম্বর বিকেল সোয়া ৪টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যায় জোড়া হত্যা মামলার অন্যতম আসামি রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। তিনি নছির আকন্দের ছেলে। কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, রফিকুলকে জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আনা হয়েছিল। কিন্তু হাজতখানা থেকে কারাগারে ফেরত নেওয়ার সময় আদালতের গেটের সামনে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, আদালতের মত সংবেদনশীল এলাকায় এমন ঘটনা দায়িত্বে অবহেলা ও নিরাপত্তার বড় ফাঁকফোকরকেই সামনে এনেছে। পুলিশি নজরদারি নিয়েই এখন উঠছে প্রশ্ন। ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শুরু হয়েছে চিরুনি অভিযান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আসামিকে ধরা সম্ভব হয়নি। জানা গেছে, গত ৯ জুলাই জেলার দুপচাচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমন্ডপ এলাকায় শ্বশুর ও পুত্রবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যা ও ডাকাতি মামলার অন্যতম আসামি ছিলেন রফিকুল ইসলাম। তাকে ধরতে একটি বিশেষ টিম ইতোমধ্যেই মাঠে নেমেছে। একইসাথে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হতে পারে। এই ঘটনা আদালতপাড়ার নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষের মধ্যে ভীতি ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে, আর প্রশাসনের শীর্ষ পর্যায়েও দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। এদিকে আদালত এলাকায় ফুটপাত দখল করে ভ্রাম্যমান দোকানপাট বসায় শৃঙ্খলাজনিত সমস্যা আরও প্রকট হয়ে উঠছে ।