ফিলিস্তিনি গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে : মাসুদ হোসেন

- Update Time : ০২:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ২৮১ Time View
১৯শে মার্চ ২০২৫ বাংলাদেশ মুসলিম সমাজের উদ্যোগে ইয়াহুদী গোষ্ঠী ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে বাইতুল মোকাররম উত্তর গেটে থেকে বিক্ষোভ মিছিল সহকারে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাপ্ত হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেন বলেন, আমার জ্ঞান বুঝ হওয়ার পর থেকে দেখে আসতেছি নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দখলদারির বাহিনী হামলা করে তাদেরকে হত্যা করে মুসলমানদের প্রথম কাবা আল আকসা মসজিদ দখল করে রেখেছে। দখলদারী বাহিনী গত কয়েক মাস আগেও নিরস্ত্র নিরীহ নিরঅপরাধী ফিলিস্তিনিদের উপর নির্বিবিচারে গণঅত্যাচার চালিয়েছে। তখন কাতার ও তুরস্ক সহ কয়েকটি মুসলিম দেশের সহযোগিতায় যুদ্ধ বিরতি হয়েছে। এই যুদ্ধ বিরতির মাঝে গতকাল আমেরিকার বর্তমান প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মতদে ইসরাইলি বাহিনী নিরস্ত্র নিরপরাধী অসহায় ফিলিস্তিনের গাজাবাসীদের উপর নির্বিচারে বিমান হামলা চালিয়ে চার শতাধিক ফিলিস্তিনিদের গণহত্যা করে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই অনতিবিলম্বে গাজা এখন হত্যা বন্ধে দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে জাতিসংঘের মাধ্যমে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সাহেব পৃথিবীব্যাপী পরিচিত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি জাতিসংঘে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব জানাবেন ও বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের গাজায় জনগণের উপর এই গণহত্যার বিচারের ব্যবস্থা করবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, ইসলামিক ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, ন্যাপ ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, নজরুল স্মৃতি পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল ইসলাম, গণধিকার পরিষদের প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দ।(প্রেস বিজ্ঞপ্তি)