০৯:২০ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

প্রসঙ্গ – উন্নয়ন হলো স্বভাব পরিবর্তন

Reporter Name
  • Update Time : ০১:৪৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / ২২৩ Time View

 

বড় দুঃখের বিষয়, আমাদের দেশের শিক্ষিত মানুষেরাও "উন্নয়ন" জিনিসটা বোঝে না।
শুধু তাই নয়, বুদ্ধিজীবীরা ইচ্ছা করেই মানুষকে ভুল উন্নয়ন শেখায়। আসুন, আজকে
আমরা চোখে আঙ্গুল দিয়ে উন্নয়ন দেখি। রাস্তার পাশে দুইজন ভিক্ষুককে দেখা যাচ্ছে।
আসুন, তাদের "উন্নয়ন" করি। আজ দুই ভিক্ষুকের উন্নয়নের কথা বলব। যারা ভিক্ষুক
তাদের কাছে কিছুই নেই। মানুষ তাদেরকে যে টাকা পয়সা দেয়, সেটা তারা হাত পেতে নেয়।
এমন কিছুদিন করার পরে, এই ভিক্ষুকেরা বুঝতে পারলো হাতে একটা থালা বা বাটি
থাকলে, টাকা পয়সা ধরে রাখতে সুবিধা হত। ভিক্ষার পয়সা জমিয়ে তারা প্লাস্টিকের
বাটি কিনলো। এটাই হলো তাদের উন্নয়নের প্রথম ধাপ। আগে হাত খালি ছিলো, এখন
হাতে ভিক্ষার বাটি আছে। উন্নয়ন থেমে থাকলো না শুরু হল প্রতিযোগিতার উন্নয়ন।
আগে দুইজন পাশাপাশি বসে ভিক্ষা করত। এখন এক যায়গায় বসে না থেকে অলিতে
গলিতে ঘুরে ঘুরে বড় বড় বিল্ডিংএর দরজার কড়া নেড়ে ভিক্ষা করে। এভাবে তারা আরো
বেশী টাকা পেতে লাগলো। হাতে থেকে প্লাস্টিকের বাটি ফেলে দিয়ে, মেলামাইনের বাটি
কিনলো। ধীরে ধীরে আরো উন্নতির ছোঁয়ায় হাতে চলে আসল মোবাইল সেট। অন্য দিকে
মেলামাইনের বাটি ফেলে কিনে নিল স্টিলের বাটি, পিতলের বাটি, রুপার বাটি, স্বর্ণের
বাটি। এভাবে হাতের বাটি দামী হতে লাগলো। এখন এই দুই ভিক্ষুক নিজেরা বলাবলি করে
– আজকে স্বর্ণের বাটিতে ভিক্ষা করছি। আরো কিছু টাকা-পয়সা হলো, এই স্বর্ণের
বাটির চারিদিকে হীরার কারুকাজ করবো। বড় লোকদের বাড়ীতে কোন খাবারের অনুষ্ঠান
হলে ভিক্ষুকদেরকে মোবাইলে জানিয়ে দেয়। তারা স্বসম্মানে ভূরিভোজ করে কিছু হাদিয়া
নিয়ে চলে আসে। এখন খেয়াল করুন, এই দুই ভিক্ষুকের কেমন উন্নতি হয়েছে ?
স্বর্ণের বাটি হাতে নিয়ে ভিক্ষা করে। কিছুদিন পরে, সেই বাটিতে হীরা থাকবে। এরা তো
উন্নতির চরম শিখরে পৌছে গেছে। উন্নয়নের জোয়ার বইছে ; তাই না ? কি বুঝলেন ?
ভাই বাটি বদল করলে, উন্নয়ন হয় না। উন্নয়ন হয় অবস্থা ও চরিত্র বদল করলে।
স্বর্ণের বাটি হাতে নিয়ে ভিক্ষা করলে উন্নতি হয় না। তারা যদি ভিক্ষা বাদ দিয়ে,
একটা চায়ের দোকান শুরু করতো ; তাহলে উন্নয়ন হয়তো। উন্নয়ন হলো অবস্থার
পরিবর্তন। উন্নয়ন হলো স্বভাব পরিবর্তন। আমরা যে উন্নয়ন চিনি, তাহলো রাস্তা,
বিল্ডিং, ব্রিজ, ইত্যাদি। এগুলো সবই ওই ভিক্ষার বাটি বদলানোর মতন। আগে মাটির
রাস্তা ছিলো, এরপরে ইট পাথরের রাস্তা হলো। আগে ফেরী বা লঞ্চে নদী পার হয়তো ;
এখন ব্রিজের উপর দিয়ে নদী পার হয়। এগুলো ওই প্লাটিকের বাটি বদলে, স্টিলের বাটি
কেনার মতন। এতে অবস্থার কোন পরিবর্তন হয়নি। অফিসে নতুন আসবাব-পত্র
এসেছে। ফ্যানের বদলে এসি এসেছে। আগে শুধুমাত্র বড় সাহেবের টেলিফোন ছিলো ;
এখন সবার হাতে হাতে ফোন। কিন্তু অফিসে সততা আসেনি, ফাইল আটিকে রাখা

থামেনি, ঘুষ বন্ধ হয়নি। এটা ওই বাটি বদলের মতন। সরঞ্জামের উন্নতি হয়েছে ;
কিন্তু অবস্থার উন্নতি হয়নি। দুপুরের খাবার আটার রুটি ও ভাজির স্থলে রুচিকর
কাচ্চি বিরানীর উন্নতি হয়েছে। এসব খেয়ে ডায়বেটিকস থেকে হার্ট ব্লকে উন্নীত
হয়েছে। নিজের উন্নয়নের জন্য দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা চুরি করে
বিদেশে পাঁচার করে শান্তিতে ঘুমানোর জন্য বাড়ী গাড়ী করেছে। তাহলে, দেশের উন্নয়ন
হয় কিভাবে ? দেশের উন্নতি করতে হলে র্দূনীতি ও বেকারের সংখ্যা কমাতে হবে। যুব
সমাজকে বাাঁচাতে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন রাখতে হবে। শিক্ষার ও চিকিৎসার
উন্নতি হলে দেশের উন্নতি হয়। মূল কথা দেশের উন্নতি করতে হলে চরিত্রের উন্নয়ন
করতে হবে। দেশে এতবড় একটা গনঅভ্যুথ্থান হয়ে গেল এরপরও সরকার লালিত
বান্দাদের চরিত্রের কোন উন্নতি দেখছি না।

——- মোশারফ হোসেন

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

প্রসঙ্গ – উন্নয়ন হলো স্বভাব পরিবর্তন

Update Time : ০১:৪৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

 

বড় দুঃখের বিষয়, আমাদের দেশের শিক্ষিত মানুষেরাও "উন্নয়ন" জিনিসটা বোঝে না।
শুধু তাই নয়, বুদ্ধিজীবীরা ইচ্ছা করেই মানুষকে ভুল উন্নয়ন শেখায়। আসুন, আজকে
আমরা চোখে আঙ্গুল দিয়ে উন্নয়ন দেখি। রাস্তার পাশে দুইজন ভিক্ষুককে দেখা যাচ্ছে।
আসুন, তাদের "উন্নয়ন" করি। আজ দুই ভিক্ষুকের উন্নয়নের কথা বলব। যারা ভিক্ষুক
তাদের কাছে কিছুই নেই। মানুষ তাদেরকে যে টাকা পয়সা দেয়, সেটা তারা হাত পেতে নেয়।
এমন কিছুদিন করার পরে, এই ভিক্ষুকেরা বুঝতে পারলো হাতে একটা থালা বা বাটি
থাকলে, টাকা পয়সা ধরে রাখতে সুবিধা হত। ভিক্ষার পয়সা জমিয়ে তারা প্লাস্টিকের
বাটি কিনলো। এটাই হলো তাদের উন্নয়নের প্রথম ধাপ। আগে হাত খালি ছিলো, এখন
হাতে ভিক্ষার বাটি আছে। উন্নয়ন থেমে থাকলো না শুরু হল প্রতিযোগিতার উন্নয়ন।
আগে দুইজন পাশাপাশি বসে ভিক্ষা করত। এখন এক যায়গায় বসে না থেকে অলিতে
গলিতে ঘুরে ঘুরে বড় বড় বিল্ডিংএর দরজার কড়া নেড়ে ভিক্ষা করে। এভাবে তারা আরো
বেশী টাকা পেতে লাগলো। হাতে থেকে প্লাস্টিকের বাটি ফেলে দিয়ে, মেলামাইনের বাটি
কিনলো। ধীরে ধীরে আরো উন্নতির ছোঁয়ায় হাতে চলে আসল মোবাইল সেট। অন্য দিকে
মেলামাইনের বাটি ফেলে কিনে নিল স্টিলের বাটি, পিতলের বাটি, রুপার বাটি, স্বর্ণের
বাটি। এভাবে হাতের বাটি দামী হতে লাগলো। এখন এই দুই ভিক্ষুক নিজেরা বলাবলি করে
– আজকে স্বর্ণের বাটিতে ভিক্ষা করছি। আরো কিছু টাকা-পয়সা হলো, এই স্বর্ণের
বাটির চারিদিকে হীরার কারুকাজ করবো। বড় লোকদের বাড়ীতে কোন খাবারের অনুষ্ঠান
হলে ভিক্ষুকদেরকে মোবাইলে জানিয়ে দেয়। তারা স্বসম্মানে ভূরিভোজ করে কিছু হাদিয়া
নিয়ে চলে আসে। এখন খেয়াল করুন, এই দুই ভিক্ষুকের কেমন উন্নতি হয়েছে ?
স্বর্ণের বাটি হাতে নিয়ে ভিক্ষা করে। কিছুদিন পরে, সেই বাটিতে হীরা থাকবে। এরা তো
উন্নতির চরম শিখরে পৌছে গেছে। উন্নয়নের জোয়ার বইছে ; তাই না ? কি বুঝলেন ?
ভাই বাটি বদল করলে, উন্নয়ন হয় না। উন্নয়ন হয় অবস্থা ও চরিত্র বদল করলে।
স্বর্ণের বাটি হাতে নিয়ে ভিক্ষা করলে উন্নতি হয় না। তারা যদি ভিক্ষা বাদ দিয়ে,
একটা চায়ের দোকান শুরু করতো ; তাহলে উন্নয়ন হয়তো। উন্নয়ন হলো অবস্থার
পরিবর্তন। উন্নয়ন হলো স্বভাব পরিবর্তন। আমরা যে উন্নয়ন চিনি, তাহলো রাস্তা,
বিল্ডিং, ব্রিজ, ইত্যাদি। এগুলো সবই ওই ভিক্ষার বাটি বদলানোর মতন। আগে মাটির
রাস্তা ছিলো, এরপরে ইট পাথরের রাস্তা হলো। আগে ফেরী বা লঞ্চে নদী পার হয়তো ;
এখন ব্রিজের উপর দিয়ে নদী পার হয়। এগুলো ওই প্লাটিকের বাটি বদলে, স্টিলের বাটি
কেনার মতন। এতে অবস্থার কোন পরিবর্তন হয়নি। অফিসে নতুন আসবাব-পত্র
এসেছে। ফ্যানের বদলে এসি এসেছে। আগে শুধুমাত্র বড় সাহেবের টেলিফোন ছিলো ;
এখন সবার হাতে হাতে ফোন। কিন্তু অফিসে সততা আসেনি, ফাইল আটিকে রাখা

থামেনি, ঘুষ বন্ধ হয়নি। এটা ওই বাটি বদলের মতন। সরঞ্জামের উন্নতি হয়েছে ;
কিন্তু অবস্থার উন্নতি হয়নি। দুপুরের খাবার আটার রুটি ও ভাজির স্থলে রুচিকর
কাচ্চি বিরানীর উন্নতি হয়েছে। এসব খেয়ে ডায়বেটিকস থেকে হার্ট ব্লকে উন্নীত
হয়েছে। নিজের উন্নয়নের জন্য দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা চুরি করে
বিদেশে পাঁচার করে শান্তিতে ঘুমানোর জন্য বাড়ী গাড়ী করেছে। তাহলে, দেশের উন্নয়ন
হয় কিভাবে ? দেশের উন্নতি করতে হলে র্দূনীতি ও বেকারের সংখ্যা কমাতে হবে। যুব
সমাজকে বাাঁচাতে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন রাখতে হবে। শিক্ষার ও চিকিৎসার
উন্নতি হলে দেশের উন্নতি হয়। মূল কথা দেশের উন্নতি করতে হলে চরিত্রের উন্নয়ন
করতে হবে। দেশে এতবড় একটা গনঅভ্যুথ্থান হয়ে গেল এরপরও সরকার লালিত
বান্দাদের চরিত্রের কোন উন্নতি দেখছি না।

——- মোশারফ হোসেন