০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুরের কচানদীর তীরে বেকুটিয়া ব্রিজের নিচে মুক্ত মঞ্চে নদী বন্ধু সমাজের উদ্যোগে বিশ্ব নদী দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
- Update Time : ১২:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৫ Time View

আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ
“এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতী রই” — এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের কচা নদীর তীরে বেকুটিয়া সেতুর ডলফিন চত্বরে বাংলাদেশ নদীবন্ধু সমাজের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নদীবন্ধু সমাজের সভাপতি প্রভাষক প্রাণকৃষ্ণ বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্কাউটের সাধারণ সম্পাদক এনায়েত কবির খান।
সভায় আরও বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক মো. ফারুক হোসেন খান, সাংবাদিক রহিম রেজা, কবি ও সংগঠক মু. আল আমীন বাকলাই, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আব্দুল হক, সহকারী অধ্যাপক ও সাংবাদিক মো. আমিনুল ইসলাম, সাংবাদিক মো. আলমগীর শরীফ, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সাংবাদিক সুমন বেপারী, ভূমি সহকারী কর্মকর্তা রিপন হালদার, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, শিক্ষিকা অদিতি মণ্ডল ও প্রভাষক শিউলি মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, “নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি মানুষের জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নদী সংরক্ষণ অপরিহার্য।”
সভায় ২৮ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— নদী ভ্রমণ, নদী সুরক্ষায় মানববন্ধন, নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ এবং নদীতীরবর্তী এলাকায় বৃক্ষরোপণ।
সভায় বক্তারা নদী রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকল শ্রেণি-পেশার মানুষকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
Tag :