পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫-দফা দাবিতে নরসিংদীর শিবপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- Update Time : ০৩:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩ Time View

আবুনাঈম রিপন: নরসিংদী।।
পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে নরসিংদীর শিবপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় শিবপুর কলেজগেইট মডেল মসজিদের সামনে সমাবেশ করে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বানিয়াদী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও এমপি পদপ্রার্থী, মাও. মোস্তাফিজুর রহমান কাওসার।

উপজেলার সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী জেলা মজলিসে শুরা সদস্য মাও. আবদুল লতিফ খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কাওছার খাঁন, শিবপুর পৌর আমীর আবদুর রহমান ভূইয়া, নরসিংদী জেলা ছাত্রশিবির সভাপতি তাওহীদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন-পিআর পদ্ধতিতে ভোটারগণ ব্যক্তি প্রার্থীকে নয়, দলকে ভোট দেন। জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে এবং দেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে পিআর পদ্ধতি-একটি কার্যকরী সমাধান ।
























