অবৈধভাবে মাটি কাটা
পলাশে ফসলি’জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে চারজন’কে আটক করে ১৫ দিন করে কারাদণ্ড

- Update Time : ০৪:১৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ১২০ Time View
বিল্লাল হোসেন, নিজস্ব প্রতিবেদক :নরসিংদীর পলাশে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে চারজনকে আটক করে ১৫ দিন করে কারাদণ্ড প্রধান করেন ভ্রাম্যমান আদালত। বুধবার ৯ এপ্রিল সকালে ডাংগা ইউনিয়নের ভিরিন্দা ও গালিম পুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি এ এস এম ফখরুল হোসাইন,এসময় ভিরিন্দা এলাকা থেকে ৪ জন’ কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার কিতরা হলেন গাজীপুরের পূবাইল এলাকার সেলিম মিয়ার ছেলে মামুন মিয়া, হোসেন আলীর ছেলে রুবেল মাহমুদ, মফিজ উদ্দিনের ছেলে পারভেজ মোল্লা, রহিম গাজীর ছেলে, কাজী রোমান।
,সরকারি কমিশনার ভূমি এস এম ফখরুল হোসেন জানান গ্রেপ্তার কিতরা দীর্ঘদিন যাবত ডাংগা ইউনিয়নের ভিরিন্দা, গালিম পুর এলাকার ফসলি জমি থেকে ভেকো মেশিন দিয়ে অবৈধ ভাবে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছেন গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরাসরি জড়িত থাকা ৪ জন কে আটক করা হয় পরে তাদেরেকে ১৫ দিন করে সাজা প্রধান করে ভ্রাম্যমান আদালত।
Great website. A lot of useful info here. I¦m sending it to several pals ans also sharing in delicious. And naturally, thank you on your sweat!