০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

পঞ্চগড় সদর পঞ্চগড় উপজেলা বিএনপির নেতৃত্বে নতুন মুখঃআবু দাউদ প্রধান ও বাবু”

পঞ্চগড় জেলা প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী :
  • Update Time : ০৫:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ১২৮ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী: পঞ্চগড়ে জাতীয়তাবাদী দল (বিএনপি)পঞ্চগড় সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন গত শনিবার ৩মে বিকাল ৩ঘটিকায় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলনের মাধ‍্যমে সম্মেলষ উদ্ভাধন করেন জেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস‍্য সচীব আলহাজ ফরহাদ হোসেন আজাদ।নির্বাচনের ফলাফলঃ সভাপতি হিসেবে আবু দাউদ প্রধান ভোট পেয়েছে-449টি,প্রতিদন্দী প্রার্থী আনোয়ার ভোট পেয়েছে ২১৯টি,নির্বাচীত হয়েছে (আবু দাউদ প্রধান) এবং সাধারন সম্পাদক পদেঃ-মাহাফুজুর রহমান (বাবু)-৪৩৩ ভোট,প্রতিদন্দি সেকেন্দার আলী-২২৯ ভোট,নির্বাচীত হয়েছেন বাবু।সাংগঠনিক সম্পাদক (দুই

 

পদ)আওরঙ্গজেব-৩৯০,রবিউল ইসলাম রবি-৩৮০,ফারুক আহম্মেদ -২৬২,মানিকুল ইসলাম -২২৫,নির্বাচীত হয়েছেন আওরঙ্গজেব রবি।নির্বাচনী সম্মেলনে ৩টি ইউনিয়ন ও পৌর সভার নেতাকর্মীরা ব‍্যানার ফেস্টুন ও মিছিল নিয়ে অংশ নেন।শেষে দলীয় ঐক্যের প্রতিক হিসেবে কুলবিনিময়ের আয়োজন করা হয়।অত্র নির্বাচন টির মাধ‍্যমে জাতীয়তাবাদী দল বিএনপি পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সদর উপজেলা বাসীর এক মাত্র ভরসার আশ্রয়স্থল নেতা গনকে সকলেই নির্বাচনের মাধ‍্যমে ভোট দিয়ে যাচাই বাছাই করে প্রতিনিধির ক্ষমতা প্রদান করেন।জনগনের নির্বাচীত নেতা পাওয়ায় প্রান ভরা খুশি হয়েছেন সদর উপজেলা সহ সমগ্র পঞ্চগড় বাসী ।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

পঞ্চগড় সদর পঞ্চগড় উপজেলা বিএনপির নেতৃত্বে নতুন মুখঃআবু দাউদ প্রধান ও বাবু”

Update Time : ০৫:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী: পঞ্চগড়ে জাতীয়তাবাদী দল (বিএনপি)পঞ্চগড় সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন গত শনিবার ৩মে বিকাল ৩ঘটিকায় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলনের মাধ‍্যমে সম্মেলষ উদ্ভাধন করেন জেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস‍্য সচীব আলহাজ ফরহাদ হোসেন আজাদ।নির্বাচনের ফলাফলঃ সভাপতি হিসেবে আবু দাউদ প্রধান ভোট পেয়েছে-449টি,প্রতিদন্দী প্রার্থী আনোয়ার ভোট পেয়েছে ২১৯টি,নির্বাচীত হয়েছে (আবু দাউদ প্রধান) এবং সাধারন সম্পাদক পদেঃ-মাহাফুজুর রহমান (বাবু)-৪৩৩ ভোট,প্রতিদন্দি সেকেন্দার আলী-২২৯ ভোট,নির্বাচীত হয়েছেন বাবু।সাংগঠনিক সম্পাদক (দুই

 

পদ)আওরঙ্গজেব-৩৯০,রবিউল ইসলাম রবি-৩৮০,ফারুক আহম্মেদ -২৬২,মানিকুল ইসলাম -২২৫,নির্বাচীত হয়েছেন আওরঙ্গজেব রবি।নির্বাচনী সম্মেলনে ৩টি ইউনিয়ন ও পৌর সভার নেতাকর্মীরা ব‍্যানার ফেস্টুন ও মিছিল নিয়ে অংশ নেন।শেষে দলীয় ঐক্যের প্রতিক হিসেবে কুলবিনিময়ের আয়োজন করা হয়।অত্র নির্বাচন টির মাধ‍্যমে জাতীয়তাবাদী দল বিএনপি পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সদর উপজেলা বাসীর এক মাত্র ভরসার আশ্রয়স্থল নেতা গনকে সকলেই নির্বাচনের মাধ‍্যমে ভোট দিয়ে যাচাই বাছাই করে প্রতিনিধির ক্ষমতা প্রদান করেন।জনগনের নির্বাচীত নেতা পাওয়ায় প্রান ভরা খুশি হয়েছেন সদর উপজেলা সহ সমগ্র পঞ্চগড় বাসী ।