পঞ্চগড়ে সাংবাদিকের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা ও লুটপাট: জীবননাশের হুমকি, স্ত্রী-সন্তান নিগৃহীত

- Update Time : ০৫:১৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ১১৫ Time View
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে সাংবাদিক মোখলেছুর রহমান চৌধুরীর বাড়িতে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৩০ মে ২০২৫, শুক্রবার দুপুর ১১টার দিকে এ সন্ত্রাসী তাণ্ডব শুরু হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
প্রথমে সুপারি বাগান সংক্রান্ত এক লক্ষ টাকা পাওনা নিয়ে সন্ত্রাসী আমির হোসেন ও হাসিবুল ইসলাম সাংবাদিকের বাড়িতে গিয়ে উস্কানিমূলক আচরণ করে চলে যায়। পরে দুপুরে আরিফ হোসেন নামের এক দোকানদার তাদের সঙ্গে নিয়ে ফের এসে সাংবাদিকের স্ত্রীর সঙ্গে বিবাদে জড়ায় ও বাগান থেকে কিছু মোচা নিয়ে চলে যায়।
সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে জুমার নামাজের পর বিকাল ৩টার দিকে। অভিযোগ অনুযায়ী, বড়শশী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিমের নির্দেশে ও তার নেতৃত্বে, ৯ জন গ্রাম পুলিশ, ২০টির বেশি মোটরসাইকেল ও ১০টি অটোর বহর নিয়ে ৭০-৮০ জনের একদল সংঘবদ্ধ সন্ত্রাসী সাংবাদিক মোখলেছুর রহমানের বাড়িতে হামলা চালায়।আলী(৩২) গ্রামঃ মালেকা ডাংগা বাজার,ডাকঃবগদুল ঝুলা বাজার,বোদা,পঞ্চগড় (৭)মোঃমফজল আলী,(৫০)গ্রামঃপাহাড়ী পাড়া (সুইপাড়), ডাকঃবগদুল ঝুলা,বোদা,পঞ্চগড়(৮)সয়দার রহমান (৬০)গ্রামঃপাহাড়ী পাড়া (সুইপাড়),ডাকঃবগদুল ঝুলা,বোদা,পঞ্চগড়(৯)মোঃসাইফুল ইসলাম গ্রাম পুলিশ দফাদার অত্র ইউনিয়ন লিডার সহ ০৯ জন গ্রাম পুলিশ ও ৮০ জন সন্ত্রাসী অজ্ঞাত নামা আসামীগনের বিরুদ্ধে আরজী বর্নীত ধারায় শতভাগ সত্য ঘটনা প্রমানীত হওয়ায় অপরাধ আমলে নিয়ে মহামান্য আদালতকে কঠোর ভাবে আইনানুগ ব্যাবস্থা নেওয়া জন্য প্রার্থনা করেন বাদী সহ সমগ্র পঞ্চগড় বাসী।
সাংবাদিক মোখলেছুর রহমান প্রাণ রক্ষার্থে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। হামলাকারীরা ঘরে ঢুকে ভাঙচুর চালায়, আলমারি ভেঙে তিন লক্ষ টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পোশাক লুটে নেয় বলে অভিযোগ। সাংবাদিকের স্ত্রী ও দুটি শিশুসন্তানকেও মারধর করা হয়।
বোদা থানায় তাৎক্ষণিক অভিযোগ করা হলে, এসআই তপন বাবু তদন্ত করে ঘটনার সত্যতা পান। এরপর জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ১৬টি অভিযোগ দাখিল করা হয়। ৩০ মে থেকে ১৬ জুন পর্যন্ত অন্তত আটবার পুলিশ তদন্ত করেছে এবং অভিযোগের প্রমাণ পেয়েছে বলে জানা যায়।
এছাড়া ১৫ জুন মালকাডাঙ্গা বাজারে টিকটকার মিজানুর রহমান ও রাকিব হোসেনের নেতৃত্বে সাংবাদিক মোখলেছুর রহমান ও রেলমন্ত্রীর ছবি সংযুক্ত করে মিথ্যা মানববন্ধনের চেষ্টা হলে, ৯৯৯-এ ফোনের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানববন্ধনটি ছত্রভঙ্গ করে।
ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেন, পুরো ঘটনাটির মূল উদ্দেশ্য হচ্ছে চুক্তিভিত্তিক সুপারি বাগানের এক লক্ষ টাকা আত্মসাৎ এবং সাংবাদিকের সামাজিক মর্যাদা বিনষ্ট করা। তিনি প্রশাসনের নিকট দ্রুত আইনি পদক্ষেপ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
এছাড়াও পুলিল বিভাগের প্রতিটি দপ্তরে ১৬ টি অভিযোগ থানা,সার্কেল অফিসার,পুলিশ সুপার,রংপুর বিভাগীয় ডিআইজি প্রতিটি দপ্তরে ৩/৪ বার শতভাগ প্রমান সহ লিখিত অভিযোগ দায়ের করার পরও লুটপাট কারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ভাবে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ অভিযান পরিচালনা না করায়।ভিকটিক মোখলেছুর রহমান(৪০) জেলা সাংবাদিক নিরুপায় ও হতভম্ভ হয়ে আইনের প্রতি ভরসাঁ ও অত্যান্ত শ্রদ্ধাবোধ রেখে আজ ২৬/০৬/২৫ (বৃহঃপতিবার)বিজ্ঞ আমলী আদালত -০৩,পঞ্চগড় জজকোর্টে সরকারি বিধি মোতাবেক মামলা নং- সি আর ২০২/২৫ ও মামলার ধারাঃ143/447/448/323/354/307/380/406/427/506(2)/34 দঃবি বাদী মোঃমোখলেছুর রহমান পিতাঃমৃত শুকুর মোহাম্মদ,গ্রামঃপ্রধান পাড়া,ডাকঃ বগদুল ঝুলা,উপজেলা বোদা,জেলাঃপঞ্চগড়।জাতীয় পরিচয় পত্র নং-6880351363 অত্র মামলাটির সাক্ষীঃ-(1)মোছাঃসম্পা বেগম, গ্রামঃপ্রধান পাড়া,ডাকঃবগদুল ঝুলা,বোদা,পঞ্চগড়। (2)মোঃসাক্বীব চৌধুরী গ্রামঃপ্রধান পাড়া,ডাকঃবগদুল ঝুলা,বোদা,পঞ্চগড়। (3)মোছাঃকামরুন নাহার, গ্রামঃপ্রধান পাড়া,ডাকঃবগদুল ঝুলা,বোদা,পঞ্চগড়। (4)মোঃআজিজার রহমান, গ্রামঃপ্রধান পাড়া,ডাকঃবগদুল ঝুলা বাজার,বোদা,পঞ্চগড়।(5)মোঃকাইয়ুম হাসান, গ্রামঃপ্রধান পাড়া, ডাকঃবগদুল ঝুলা,বোদা, পঞ্চগড়।(6)কাশেম আলী, গ্রামঃপ্রধান পাড়া,ডাকঃবগদুল ঝুলা,বোদা,পঞ্চগড়।(7)মোছাঃকুলছম বেগম,গ্রামঃপ্রধান পাড়া,ডাকঃবগদুল ঝুলা,বোদা,পঞ্চগড়। (8)মোছাঃদুলাই বেগম,গ্রামঃপ্রধান পাড়া,ডাকঃবগদুল ঝুলা,বোদা,পঞ্চগড়। (9)মোঃ আবেদ আলী,গ্রামঃপ্রধান পাড়া,ডাকঃবগদুল ঝুলা,বোদা,পঞ্চগড়।(10)মোঃফয়েজ উদ্দীন গ্রামঃপ্রধান পাড়া,ডাকঃবগদুল ,ঝুলা বোদা,পঞ্চগড়।
আসামীঃ-(1)মোঃআঃরহিম (45),গ্রামঃপাহাড়ী পাড়া,ডাকঃবগদুল ঝুলা,বোদা,পঞ্চগড় (2)মোঃআমির হোসেন,(40)গ্রামঃসুই পাড় পাহাড়ী পাড়া,ডাকঃবগদুল ঝুলা,বোদা,পঞ্চগড়(3) মিজানুর রহমান(টিকটকার)(30)গ্রামঃব্রম্মত্তর কুমার পাড়া,ডাকঃবগদুল ঝুলা (4) মোঃআকবর আলী,(60)গ্রামঃমালেকা ডাংগা,ডাকঃবগদুল ঝুলা বাজার,বোদা,পঞ্চগড় (5)মোঃহাসিবুল(42) ইসলাম,গ্রামঃ কলনী পাড়া,ডাকঃবগদুল ঝুলা বোদা, পঞ্চগড় (6)মোঃহাসান আলী(32) গ্রামঃ মালেকা ডাংগা বাজার,ডাকঃবগদুল ঝুলা বাজার,বোদা,পঞ্চগড় (7)মোঃমফজল আলী,(50)গ্রামঃপাহাড়ী পাড়া (সুইপাড়), ডাকঃবগদুল ঝুলা,বোদা,পঞ্চগড়(8)সয়দার রহমান (60)গ্রামঃপাহাড়ী পাড়া (সুইপাড়),ডাকঃবগদুল ঝুলা,বোদা,পঞ্চগড়(9)মোঃসাইফুল ইসলাম গ্রাম পুলিশ দফাদার অত্র ইউনিয়ন লিডার সহ 09 জন গ্রাম পুলিশ ও 80 জন সন্ত্রাসী অজ্ঞাত নামা আসামীগনের বিরুদ্ধে আরজী বর্নীত ধারায় শতভাগ সত্য ঘটনা প্রমানীত হওয়ায় অপরাধ আমলে নিয়ে মহামান্য আদালতকে কঠোর ভাবে আইনানুগ ব্যাবস্থা নেওয়া জন্য প্রার্থনা করেন বাদী সহ সমগ্র পঞ্চগড় বাসী।