ইসরাইলী গণ হত্যার বিরুদ্ধে বিক্ষোভ
পঞ্চগড়ে ফিলিস্তিনিদের উপর ইসরাইলী গণ হত্যার বিরুদ্ধে বিক্ষোভ

- Update Time : ০৪:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ১০৬ Time View
পঞ্চগড় জেলা প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী:ফিলিস্তিনের গাজা উপাত্তাকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে পঞ্চগড়ে ব্যাপক বিক্ষোপ হয়েছে।লক্ষ লক্ষ বিক্ষোপ কারীরা পঞ্চগড়ের মহাসড়কের রাস্তায় নেমে এই বিক্ষোভ দেখান।গাজায় ইসরায়েলী যুদ্ধের প্রতি জাতীসংঘের বিরুদ্ধেও বিক্ষোভ কারীরা ক্ষোভ প্রকাশ করেন।বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ গুলোর মধ্যে বড় এটি একটি।এদিন পঞ্চগড় শেরে বাংলা পার্কে বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষের উপছে পড়া ভীড় জমেছে।শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও স্থান গুলোতে বিক্ষোভ কারীদের ঢল নামে।অন্যায় ভাবে ফিলিস্তিনি মুসলিমদের উপর ইসরাইলি দক্ষলদ্বার বাহিনীর নৃশংস গনহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী গন হত্যালের কর্মসূচীর সাথে সংহাত জানিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলার 43 টি ইউনিয়নের ধর্মপ্রান মুসলিমগন বিভিন্ন সংগঠনের যেমন বাংলাদেশ জামায়াতে ইসলামী,চরমোনাই,ইসলামী আন্দোলন বাংলাদেশ,সম্মিলিত খতমে নবুয়্যদ সংরক্ষন,গন অধিকার পরিষদ,যুব সমাজ,ছাত্র জনতা সহ সর্ব শ্রেনীর মানুষ সাধারন জনতা গন এ বিশাল বিক্ষোভে অংশ গ্রহন করেন।অত্র বিক্ষোভ মিছিলটি পঞ্চগড় চৌরাস্তা
শেরেবাংলা পার্কে শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় সমাবেশের বক্তারা বলেন সমগ্র মুসলিম উম্মাহর হ্নদয়ের স্পন্দন “আল আকসা”মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের স্বীকার।এই বিশ্ব জাহানে ইসলামের প্রথম কিবলা ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব পূর্ন এই স্থানকে ঘিরে ইসরাইলি বাহিনীর বর্বরতা ও মানবতা বিরোধী অপরাধ।অবিলম্বে এই গনহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দাবী করেন। তারা এসময় বক্তারা আরো বলেন যেখানে অগনিত শিশু ও নারীদের রক্তে রঞ্চিত হচ্ছে ফিলিস্তিনের পবীত্র মাটি সেখানে চুপ থাকা মানেই এই মহা অপরাধের অংশ নেওয়া।তাই পঞ্চগড় বাসির প্রতিবাদ চলবে।যতদিন নির্মম,নির্যাতন সম্পূর্ন বন্ধ না হয়।বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী সুশিল সমাজ,সামাজিক সংগঠন সহ নানা শ্রেনীর পেশার মানুষ একাত্নতা প্রকাশ করে সকলেই অংশগ্রহন করেন।এসময় নানান স্লোগানে মূখর ছিল পূরো শহর।মহাসমাবেশ ও বিক্ষোভ শেষে ফিলিস্তিনের সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনায় এবং ফিলিস্তিনে শান্তির জন্য্য সকলেই অশ্রু ভরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
I like the valuable information you provide in your articles. I will bookmark your blog and check again here frequently. I’m quite sure I’ll learn lots of new stuff right here! Best of luck for the next!