পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা

- Update Time : ০৪:৫০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৩০২ Time View
ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty
ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty
পঞ্চগড় জেলা প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী: সোমবার ২৮ এপ্রিল২০২৫ জেলা আইনজীবী সমিতি মিলনায়তন পঞ্চগড়।জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভার সভাপতি জনাব মোঃইমদাদুল হক চেয়ারম্যান,জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি ও সিনিয়র জেলা ও দায়রা জজ পঞ্চগড়।দ্বন্দে কোন আনন্দ নাই,আপোষ করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে,কোনো চিন্তা নাই।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অন্যতম একটি মৌলিক অঙ্গীকার হলো”আমাদের রাস্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গনতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষন মুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা-যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাষন,মৌলিক মানবাধিকার,রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য,স্বধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে।জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন ২০০০”প্রনয়ন করে।এই আইনের আওতায় সরকারি আইন সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য সরকার একই বছর”জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা”নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করে।উক্ত সংস্থার অধীনে ইতোমধ্যে দেশের ৬৪ টি জেলায় জেলা ও দায়রা জজের নেতৃত্বে জেলা লিগ্যাগ এইড কমিটি গঠন করা হয়েছে।পাশা পাশি উপজেলা ও প্রত্যেক ইউনিয়ন পর্যায়েও লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে।বর্তমানে উক্ত সংস্থার তত্তাবধানে সুপ্রিমকোর্ট কমিটি,জেলা কমিটি,উপজেলা
কমিটি এবং ইউনিয়ন কমিটি কতৃক আইনগত সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি,পঞ্চগড় কতৃর্ক আয়োজিত জাতীয় আইনগত সহায়তা দিবস-2025 উদযাপন উপলক্ষে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় আইনগত সহায়তা দিবস-2025 এর উদযাপন কমিটির সম্মানিত আহবায়ক নারীও শিশু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক(জেলা জজ),চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,অতিরিক্ত জেলা ও দায়রা জজ বৃন্দ,বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,সিভিল সার্জন,পুলিশ সুপার,বিচার বিভাগ পঞ্চগড়ের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ বিচারক বৃন্দ,জেল সুপার,জেলা আইন জীবী সমিতির সভাপতি,সাধারন সম্পাদক,বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর,বিজ্ঞ সরকারি কৌসূলি,বিজ্ঞ স্পেশাল পাবলিক প্রসিকিউটর,উপ-পরিচালক,জেলা সমাজ সেবা কার্যালয়,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,উপপরিচালক,মহিলা বিষয়ক অধিদপ্তর,পঞ্চগড় জেলা তথ্য
অফিসার,জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার,জাতীয় মহিলা সংস্থা,জেলা কমিটি এর চেয়ারম্যান সহ জেলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ,সম্মানিত স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ,বিজ্ঞ প্যানেল আইন জীবীগন, আইনজীবী সমিতির সম্মানীত সদস্য বৃন্দ,আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,বিভিন্ন এন জি ও প্রতিনিধি বৃন্দ,জেলা জজ আদালত,নারী ও
শিশু নির্যাতন ট্রাইবুনাল,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা লিগ্যাল এইড অফিস সহ বিচার বিভাগ পঞ্চগড়ের সর্বস্তরের কর্মচারী বৃন্দ,আইনজীবী সহকারী বৃন্দ অত্র অনুষ্ঠানে অংশ গ্রহনকারী সম্মানিত সুধী গন উপস্থিত ছিলেন।লিগ্যাল এইড সমগ্র দেশ ও জাতীর একমাএ ভরসার আশ্রয় স্থল বলে কামনা করেন সকল শ্রেনী ও পেশার জনগন।
Very good https://is.gd/N1ikS2