০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
কালিয়াগঞ্জ নবারুন দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ে নানান অনিয়ম

পঞ্চগড়ের কালিয়াগঞ্জ নবারুন দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ে নানান অনিয়মের বিরুদ্ধে এলাকা বাসীর বিক্ষোভ ও মানববন্ধন

পঞ্চগড় জেলা প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী :
  • Update Time : ০১:২৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ১১৩ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী : কেন্দ্রীয়( বিএনপি) পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস‍্য সচীব তথা আগামী পার্লাম‍্যান্ট নির্বাচন পঞ্চগড় ২ আসনের জনগনের মনোনীত প্রান প্রিয় সিলেক্টেট এমপি জননেতা আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ মহোদ্বয়ের বিরুদ্ধে পঞ্চগড় মাইওয়ান শো রুমের মালিক কালিয়াগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ডানাকাটা ২২ ব‍্যাটালিয়ন বিজিবি ক‍্যাম্পের পার্শে তার বাড়ী।নুর ইসলাম হেলাল তিনি সোসাল মিডিয়ায় ফ‍্যাসিবাদ সরকারের দোসরেরা মিথ‍্যা,বানোয়াট,সম্মান হানী জনক অপপ্রচার চালায়।

তারই প্রতিবাদে কালিয়াগঞ্জ ইউনিয়নের ইউপি সংলগ্ন বটতলী চৌরাস্তা মহাসড়কের উপর ঘন্টা ব‍্যাপী কয়েক হাজার এলাকা বাসী বিশাল বিক্ষোভ ও মানববন্ধনে অংশ গ্রহন করেন।এবং মানববন্ধনে বক্তারা বলেন,বিগত আওয়ামীলীগ ফ‍্যাসিবাদ সরকারের আমলে অত্র ঐতিজ‍্য বাহী সুনামধন‍্য কালিয়াগঞ্জ নবারুন দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ে অবৈধ ভাবে নিয়োগ বানিজ‍্য করে ৫০০০০(পঞ্চাশ লক্ষ)টাকা সহ প্রতিষ্ঠানের আনুমানিক(আট একর )8একর সম্পত্তি সম্পূর্ন লুটপাট ও ভোগ দখল কারী ভার প্রাপ্ত প্রধান শিক্ষক (বিএসসি)আসাদুল্লাহ্ আসাদ ও এডোক কমিটির স্কুল সভাপতি নুর ইসলাম হেলাল কে জরুরী বিদ‍্যালয় থেকে অপসারণ করার দাবিতে আজকের এই মহাবিক্ষোভ ও মানববন্ধন টি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬এপ্রিল ২০২৫)দুপুর ১২ টার সময় পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউপি সংলগ্ন মহাসড়কের উপর চৌরাস্তা মোড়ে প্রায় কয়েক হাজার এলাকাবাসী জোট হয়ে ফ‍্যাসিবাদ আওয়ামীলীগ দোসরদের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ও মানববন্ধনে অংশ গ্রহন করেন।বিক্ষোভ ও মানবন্ধনে অংশগ্রহন কারিদের দাবী পঞ্চগড় জেলার ভরসা মানবতার মা বিএনপির সদস‍্য সচীব জনগনের নয়ন মনি পঞ্চগড় -২

আসন সিলেক্টেট এমপি প্রার্থী জননেতা ফরহাদ হোসেন আজাদ কে নিয়ে নুর ইসলাম হেলাল নামে ফ‍্যাসিবাদ আওয়ামীলীগ নেতা তার নিজের মোবাইলে অপমান জনক সরকার বিরোধী নেগেটিভ পোস্ট করেছেন।এই মহা অপরাধের কারনে তাকে নেতার কাছে গিয়ে জনসম্মুখে পা ধরে মাপ চাইতে হইবে।

এবং স্কুল এডোক কমিটির সভাপতি পদ হতে আজই পদত‍্যাগ করিতে হইবে।না হইলে সামনে আরো এর চাইতে মারাত্মক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।এছাড়াও ফ‍্যাসিবাদ সরকারের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএসসি আসাদুল ইসলাম আসাদ এর অপসারণ সহ জরুরী দৃষ্টান্তমুলক শাস্তির দ্বাবী জানান।মানববন্ধনে এলাকা বাসির পক্ষ থেকে অনেকেই বক্তব‍্য রাখেন।এসময় বিক্ষুপ্ত জনতা ও পরি স্থিতি শান্ত করার চেষ্টা করেন পঞ্চগড়ের বোদা উপজেলার বিএনপির সদস‍্য সচীব ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ্ আসাদ সহ পাশাপাশি স্কুল ক‍্যাচ ম‍্যান্ট এলাকার পাশা পাশি দুই ইউনিয়ন 5নং বড়শশী ইউনিয়ন ও ৪ নং কাজল দিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের জামাত ও বিএনপির সকল দপ্তরের সভাপতি ও জেনারেল সেক্রেটারি গন উত্তপ্ত পরিবেশকে শিথিল করার জন‍্য আপ্রান চেষ্টা চালান।কালিয়াগঞ্জ ইউনিয়নের বিএনপির সহ সভাপতি মোঃসৈয়দ আলী মেম্বার,বিএনপির সেক্রেটারী মোঃআঃরাজ্জাক এবং বড়শশীর সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃআবুল হোসেন (প্রধান),ও বিপ্লব হোসেন সহ দুই ইউনিনের বিএনপি ও জামায়াতের সকল দপ্তরের নেতা ও সকল শ্রেনীর জনগন প্রমূখ।

পিপলস টিভি ৬

Tag :

Please Share This Post in Your Social Media

One thought on “পঞ্চগড়ের কালিয়াগঞ্জ নবারুন দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ে নানান অনিয়মের বিরুদ্ধে এলাকা বাসীর বিক্ষোভ ও মানববন্ধন

  1. This is the right blog for anyone who wants to find out about this topic. You realize so much its almost hard to argue with you (not that I actually would want…HaHa). You definitely put a new spin on a topic thats been written about for years. Great stuff, just great!

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

কালিয়াগঞ্জ নবারুন দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ে নানান অনিয়ম

পঞ্চগড়ের কালিয়াগঞ্জ নবারুন দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ে নানান অনিয়মের বিরুদ্ধে এলাকা বাসীর বিক্ষোভ ও মানববন্ধন

Update Time : ০১:২৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী : কেন্দ্রীয়( বিএনপি) পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস‍্য সচীব তথা আগামী পার্লাম‍্যান্ট নির্বাচন পঞ্চগড় ২ আসনের জনগনের মনোনীত প্রান প্রিয় সিলেক্টেট এমপি জননেতা আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ মহোদ্বয়ের বিরুদ্ধে পঞ্চগড় মাইওয়ান শো রুমের মালিক কালিয়াগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ডানাকাটা ২২ ব‍্যাটালিয়ন বিজিবি ক‍্যাম্পের পার্শে তার বাড়ী।নুর ইসলাম হেলাল তিনি সোসাল মিডিয়ায় ফ‍্যাসিবাদ সরকারের দোসরেরা মিথ‍্যা,বানোয়াট,সম্মান হানী জনক অপপ্রচার চালায়।

তারই প্রতিবাদে কালিয়াগঞ্জ ইউনিয়নের ইউপি সংলগ্ন বটতলী চৌরাস্তা মহাসড়কের উপর ঘন্টা ব‍্যাপী কয়েক হাজার এলাকা বাসী বিশাল বিক্ষোভ ও মানববন্ধনে অংশ গ্রহন করেন।এবং মানববন্ধনে বক্তারা বলেন,বিগত আওয়ামীলীগ ফ‍্যাসিবাদ সরকারের আমলে অত্র ঐতিজ‍্য বাহী সুনামধন‍্য কালিয়াগঞ্জ নবারুন দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ে অবৈধ ভাবে নিয়োগ বানিজ‍্য করে ৫০০০০(পঞ্চাশ লক্ষ)টাকা সহ প্রতিষ্ঠানের আনুমানিক(আট একর )8একর সম্পত্তি সম্পূর্ন লুটপাট ও ভোগ দখল কারী ভার প্রাপ্ত প্রধান শিক্ষক (বিএসসি)আসাদুল্লাহ্ আসাদ ও এডোক কমিটির স্কুল সভাপতি নুর ইসলাম হেলাল কে জরুরী বিদ‍্যালয় থেকে অপসারণ করার দাবিতে আজকের এই মহাবিক্ষোভ ও মানববন্ধন টি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬এপ্রিল ২০২৫)দুপুর ১২ টার সময় পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউপি সংলগ্ন মহাসড়কের উপর চৌরাস্তা মোড়ে প্রায় কয়েক হাজার এলাকাবাসী জোট হয়ে ফ‍্যাসিবাদ আওয়ামীলীগ দোসরদের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ও মানববন্ধনে অংশ গ্রহন করেন।বিক্ষোভ ও মানবন্ধনে অংশগ্রহন কারিদের দাবী পঞ্চগড় জেলার ভরসা মানবতার মা বিএনপির সদস‍্য সচীব জনগনের নয়ন মনি পঞ্চগড় -২

আসন সিলেক্টেট এমপি প্রার্থী জননেতা ফরহাদ হোসেন আজাদ কে নিয়ে নুর ইসলাম হেলাল নামে ফ‍্যাসিবাদ আওয়ামীলীগ নেতা তার নিজের মোবাইলে অপমান জনক সরকার বিরোধী নেগেটিভ পোস্ট করেছেন।এই মহা অপরাধের কারনে তাকে নেতার কাছে গিয়ে জনসম্মুখে পা ধরে মাপ চাইতে হইবে।

এবং স্কুল এডোক কমিটির সভাপতি পদ হতে আজই পদত‍্যাগ করিতে হইবে।না হইলে সামনে আরো এর চাইতে মারাত্মক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।এছাড়াও ফ‍্যাসিবাদ সরকারের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএসসি আসাদুল ইসলাম আসাদ এর অপসারণ সহ জরুরী দৃষ্টান্তমুলক শাস্তির দ্বাবী জানান।মানববন্ধনে এলাকা বাসির পক্ষ থেকে অনেকেই বক্তব‍্য রাখেন।এসময় বিক্ষুপ্ত জনতা ও পরি স্থিতি শান্ত করার চেষ্টা করেন পঞ্চগড়ের বোদা উপজেলার বিএনপির সদস‍্য সচীব ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ্ আসাদ সহ পাশাপাশি স্কুল ক‍্যাচ ম‍্যান্ট এলাকার পাশা পাশি দুই ইউনিয়ন 5নং বড়শশী ইউনিয়ন ও ৪ নং কাজল দিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের জামাত ও বিএনপির সকল দপ্তরের সভাপতি ও জেনারেল সেক্রেটারি গন উত্তপ্ত পরিবেশকে শিথিল করার জন‍্য আপ্রান চেষ্টা চালান।কালিয়াগঞ্জ ইউনিয়নের বিএনপির সহ সভাপতি মোঃসৈয়দ আলী মেম্বার,বিএনপির সেক্রেটারী মোঃআঃরাজ্জাক এবং বড়শশীর সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃআবুল হোসেন (প্রধান),ও বিপ্লব হোসেন সহ দুই ইউনিনের বিএনপি ও জামায়াতের সকল দপ্তরের নেতা ও সকল শ্রেনীর জনগন প্রমূখ।

পিপলস টিভি ৬