১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: চালক নিহত, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : ১২:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২৮ Time View
মোহাম্মদ হানিফ  নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বেপরোয়া গতির একুশে
একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে চালক নিহত এবং অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী-কমিল্লা  আঞ্চলিক মহাসড়কের নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালকের নাম বেলায়েত হোসেন (৪৯)। তিনি একুশে পরিবহনের চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের নাওতলা এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হলে সেটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় চৌমুহনীমুখী জোনাকী পরিবহনের একটি বাস ট্রাকটিকে দ্রুত গতিতে ওভারটেক করে পাশ কাটিয়ে চলে যায়। ওই বাসের পেছনে থাকা একুশে পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক বেলায়েত হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া বাসের আরও অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে।’’
এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: চালক নিহত, আহত ১২

Update Time : ১২:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
মোহাম্মদ হানিফ  নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বেপরোয়া গতির একুশে
একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে চালক নিহত এবং অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী-কমিল্লা  আঞ্চলিক মহাসড়কের নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালকের নাম বেলায়েত হোসেন (৪৯)। তিনি একুশে পরিবহনের চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের নাওতলা এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হলে সেটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় চৌমুহনীমুখী জোনাকী পরিবহনের একটি বাস ট্রাকটিকে দ্রুত গতিতে ওভারটেক করে পাশ কাটিয়ে চলে যায়। ওই বাসের পেছনে থাকা একুশে পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক বেলায়েত হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া বাসের আরও অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে।’’
এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।