০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ১৫ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
Reporter Name
- Update Time : ০১:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ৮৫ Time View

মোহাম্মদ হানিফ ,নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে অভিযান চালিয়ে এক চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫) উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের ইসলাম কটেজের এটিএম মাজাহারুল ইসলামের ছেলে। এলাকাটিতে সে দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও ইয়াবার ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল বলে জানা যায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বড় রাজাপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ক্রেতা সেজে সরোয়ারের কাছে যান। লেনদেনের সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্রেতা সেজে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদক কারবারের অভিযোগে তার বিরুদ্ধে পূর্বের আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের পরদিন শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলেই আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
Tag :

























