০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নোয়াখালীতে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন 

Reporter Name
  • Update Time : ০১:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ৮০ Time View
মোহাম্মদ হানিফ ,নোয়াখালী প্রতিনিধি :
আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) জেলার মাইজদী শহরে এই আয়োজন করা হয়।
সকালে মাইজদী কোর্ট সংলগ্ন শহিদ মিনারের পাদদেশ থেকে সুশৃঙ্খল ভাবে বিশাল র্যালি যাত্রা শুরু করে। পরে মাইজদী কোর্ট, প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, সিভিল সার্জন অফিস, পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা সুপারমার্কেটের সামনের মেইন রোড হয়ে শহিদ মিনারের সামনে এসে শেষ হয়। এসময় র্যালিতে ফাউন্ডেশনের কয়েকশো সদস্য অংশগ্রহণ করেন।
পরে বিআরডিবি হলে কেককেটে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া।
বক্তব্যে ডা. সুলতানা রাজিয়া বলেন- গত নয় বছর থেকে সারা দেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক ও শারিরিক বিকাশে কাজ করে চলেছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন।  আমাদের সমাজে এমন অনেক শিশু আছে যারা দেরিতে  কথা বলে, দেরিতে হাটে, লালা পড়ে, অতিরিক্ত জেদি অথবা অটিজম শিশু রয়েছে। তবে এখনো বিজ্ঞান-প্রযুক্তির এই যুগে এমন অনেক শিশুদের তান্ত্রিক-কবিরাজের মাধ্যমে অপচিকিৎসা দেওয়া হয়। অনেক শিশু অবহেলিত থাকে। তবে এসকল শিশুদের যদি একজন মনোবিজ্ঞানীর মাধ্যমে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যায় তবে তারাও সুস্থ-স্বাভাবিক জীবন লাভ করবে। তারাও সমাজ ও রাষ্ট্রের সুনাগরিক হিসেবে বেড়ে উঠবে। তিনি অনুষ্ঠানে আগত সকলকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে কুসংস্কারচ্ছন্ন মনোভাব থেকে বেরিয়ে সুচিকিৎসার মাধ্যমে এসকল শিশুদের রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তোলার আহবান জানান।
নোয়াখালীতে ফাউন্ডেশনের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন- নোয়াখালীর মাইজদী হাউজিং এবং সোনাইমুড়ীর পোরকরা গ্রামে ফাউন্ডেশনের দুটি শাখা রয়েছে। যেখানে আপন চাইল্ড কেয়ার স্কুলের মাধ্যমে অটিস্টিক, অটিজম সহ বিভিন্ন সমস্যাগ্রস্থ শিশুদের সু-চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তুহিন মাহমুদ ও মালিহা আব্দুল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ ঈসমাইল।
আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রতি সাধুবাদ জানিয়ে প্রধান অতিথি সমাজের বিত্তবানদের এই কাজে এগিয়ে আসার আহবান জানান। সেইসাথে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের যে কোন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিকুল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক শাফায়েত হোসেন তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামরুন নাহার, রোজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.কে মিলন, নোয়াখালী এসপি অফিসের পুলিশ ইন্সপেক্টর মোঃ সারওয়ার আলম প্রমূখ
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

নোয়াখালীতে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন 

Update Time : ০১:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
মোহাম্মদ হানিফ ,নোয়াখালী প্রতিনিধি :
আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) জেলার মাইজদী শহরে এই আয়োজন করা হয়।
সকালে মাইজদী কোর্ট সংলগ্ন শহিদ মিনারের পাদদেশ থেকে সুশৃঙ্খল ভাবে বিশাল র্যালি যাত্রা শুরু করে। পরে মাইজদী কোর্ট, প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, সিভিল সার্জন অফিস, পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা সুপারমার্কেটের সামনের মেইন রোড হয়ে শহিদ মিনারের সামনে এসে শেষ হয়। এসময় র্যালিতে ফাউন্ডেশনের কয়েকশো সদস্য অংশগ্রহণ করেন।
পরে বিআরডিবি হলে কেককেটে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া।
বক্তব্যে ডা. সুলতানা রাজিয়া বলেন- গত নয় বছর থেকে সারা দেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক ও শারিরিক বিকাশে কাজ করে চলেছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন।  আমাদের সমাজে এমন অনেক শিশু আছে যারা দেরিতে  কথা বলে, দেরিতে হাটে, লালা পড়ে, অতিরিক্ত জেদি অথবা অটিজম শিশু রয়েছে। তবে এখনো বিজ্ঞান-প্রযুক্তির এই যুগে এমন অনেক শিশুদের তান্ত্রিক-কবিরাজের মাধ্যমে অপচিকিৎসা দেওয়া হয়। অনেক শিশু অবহেলিত থাকে। তবে এসকল শিশুদের যদি একজন মনোবিজ্ঞানীর মাধ্যমে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যায় তবে তারাও সুস্থ-স্বাভাবিক জীবন লাভ করবে। তারাও সমাজ ও রাষ্ট্রের সুনাগরিক হিসেবে বেড়ে উঠবে। তিনি অনুষ্ঠানে আগত সকলকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে কুসংস্কারচ্ছন্ন মনোভাব থেকে বেরিয়ে সুচিকিৎসার মাধ্যমে এসকল শিশুদের রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তোলার আহবান জানান।
নোয়াখালীতে ফাউন্ডেশনের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন- নোয়াখালীর মাইজদী হাউজিং এবং সোনাইমুড়ীর পোরকরা গ্রামে ফাউন্ডেশনের দুটি শাখা রয়েছে। যেখানে আপন চাইল্ড কেয়ার স্কুলের মাধ্যমে অটিস্টিক, অটিজম সহ বিভিন্ন সমস্যাগ্রস্থ শিশুদের সু-চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তুহিন মাহমুদ ও মালিহা আব্দুল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ ঈসমাইল।
আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রতি সাধুবাদ জানিয়ে প্রধান অতিথি সমাজের বিত্তবানদের এই কাজে এগিয়ে আসার আহবান জানান। সেইসাথে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের যে কোন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিকুল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক শাফায়েত হোসেন তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামরুন নাহার, রোজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.কে মিলন, নোয়াখালী এসপি অফিসের পুলিশ ইন্সপেক্টর মোঃ সারওয়ার আলম প্রমূখ