০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী কর্মীদের কোরআন তালিমে হামলা: সোনাইমুড়ীতে উত্তেজনা
Reporter Name
- Update Time : ০৫:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৭ Time View

মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন ১নং দেউটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের এক শান্তিপূর্ণ কোরআন তালিম অনুষ্ঠানে স্থানীয় বিএনপি-সংশ্লিষ্ট হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে দেউটির উত্তর মাটির উদ্দিন বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র ১০–১৫ জন মহিলা কর্মী উপস্থিত থাকার সময় অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউনুস মিয়া, মোহাম্মদ নবীর ছেলে নরেং, শাহ আলম ও ছোট লিটনসহ কয়েকজন হঠাৎ ঢুকে পড়ে মারধর ও গালিগালাজ শুরু করে। তারা জামায়াতে ইসলামী কর্মীদের উদ্দেশে অশালীন মন্তব্য করে এবং কোরআন তালিমের জন্য সাজানো চেয়ার টেবিল ভাঙচুর করে।
এসময় কয়েকজন নারী কর্মীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। হামলাকারীরা বলেন, তোমাদের চোখ দেখা যাচ্ছে কেন? হাত দেখা যাচ্ছে কেন?এমন প্রশ্নের পর হুমকি দেওয়া হয়, ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার।
প্রেস রিলিজে জামায়াত মহিলা বিভাগের ১নং দেউটি ইউনিয়নের সভানেত্রী ফাতেমা বেগম বলেন,আমরা শান্তিপূর্ণভাবে কোরআন শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজ করছি। আমাদের ওপর এভাবে হামলা নারী অধিকার ও ধর্মীয় স্বাধীনতার ওপর স্পষ্ট আঘাত।
তিনি আরও বলেন, নিরীহ নারী কর্মীদের ওপর হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি মানে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
একই সঙ্গে সংগঠনটি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে দেশের নারী ও ধর্মীয় শিক্ষার অধিকার সুরক্ষায় সোচ্চার হওয়ার জন্য।
Tag :






























