১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাচোলে ভিন্ন ধর্মাবলম্বীদেরমাঝে জামায়াতে ইসলামীর খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
- Update Time : ০৩:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ২ Time View

নাচোল থেকে প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার ভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা ও ২ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী নাচোল পৌর শাখার নেতৃবৃন্দ।
বুধবার ১০ সেপ্টেম্বর বিকেলে বেগম মহসিন ফাজিল মাদ্রাসা চত্বরে পৌর জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় ও খাদ্যসামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামী মনোনীত ৪৪ চাঁপাইনবাবগঞ্জ, (নাচোল, গোমস্তাপুর ,ভোলাহাট) -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক ড. মু. মিজানুর রহমান।
নাচোল পৌর শাখার আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা শাখার আমীর প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর নায়েবে আমীর ডাক্তার রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি খলিলুর রহমান।
প্রধান অতিথি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামিকে একবার ক্ষমতায় যেতে দিয়ে পরীক্ষা করার আহ্বান জানান । তিনি আরো বলেন, আমরা শাসক বা শোষক হবোনা ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী হবে সেবক।

অতীতে যারা সনাতনী ধর্মাবলম্বীদের ৫ দফা দাবি বাস্তবায়নের নির্বাচনে ইশতেহার দিয়ে সনাতনীদের ভোট নিয়েছেন, কিন্তু নির্বাচনে ইশতেহার বাস্তবায়ন করেনি, তারা সনাতনীদের ধোঁকা দিয়েছে। জামাতে ইসলামী ধোঁকা দেওয়ার রাজনীতি করেনা, উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি উত্থাপিত হয়েছে। কেবল এই ৮ দফা দাবিই নয়, যৌক্তিক ও ন্যায্য সব দাবি পূরণে বাংলাদেশ জামাতে ইসলামী কাজ করবে।
প্রধান অতিথি মতবিনিময় শেষে ২ শতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং বাদ মাগরিব পৌর এলাকায় গণসংযোগ করেন।
মোঃ নজরুল ইসলাম —-নাচোল-চাঁপাইনবাবগঞ্জ
Tag :