১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
Reporter Name
- Update Time : ০৩:২০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৮৬ Time View

মোঃ নজরুল ইসলাম নাচোল উপজেলা সংবাদদাতা নাচোল (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফুফু-শাশুড়ির জানাজায় যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ (৩০) গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী ঘোনটোলা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন। আজ সোমবার ফুফু-শাশুড়ির মৃত্যুতে জানাজায় অংশ নিতে ঢাকা থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়িতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতেপুর মোড় এলাকায় একটি ভ্যানকে অতিক্রম করার সময় মোটরসাইকেলটি স্লিপ করে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে এর চালক ও সহকারী পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

























