নরসিংদী- ৫আসনের ৭ বারের সাবেক এমপির মায়ের নামে নাম করা স্কুলের নাম পরিবর্তন নতুন নাম শহীদ আবু সাঈদ স্কুল
- Update Time : ০১:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৬ Time View

রায়পুরা প্রতিনিধি : পাল্টে গেলো নরসিংদী -৫,রায়পুরা আসনের ৭ বারের সাবেক
এমপি রাজিউদ্দিন আহম্মেদ রাজুর মায়ের নামে নাম করা
আশরাফুলন্নেছা স্কুলের নাম। নতুন নাম করা হয়েছে ২৪ এর গণ
অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের নামে ,শহীদ আবু সাঈদ স্কুল।
গতকাল (আজ) সোমবার আনুষ্ঠানিক ভাবে এই নামের ফলক
উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো মাসুদ রানা।

পরে স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়ে।স্কুলের
পরিচলনা বোর্ডের সভাপতি বাবু দীপক দত্তের সভাপুতিত্বে এ
সময় আরে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ইদ্রিস
আলী মুন্সী,উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী
আসাদুর রহমান মিলন,কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের সভাপতি
সুবুজ নন্দী,বিদ্যালয়ের পরিচালনা বোর্ডেও সদস্য শংকর,সহসহ
অনেকে। সঞ্চালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো হাবিবর
রহমান শাহীন।
উল্লেখ্য,সাবেক এমপি রাজিউদ্দিন আহম্মেদ রাজু ২০১৪ সালে
তার মায়ের নাম আশরুলন্নেছা নামে এ স্কুলটি প্রতিষ্টিত
করেন।
#
মেহেদী হাসান রিপন
রায়পুরা প্রতিনিধি

























