নরসিংদী পলাশে চোর সন্দেহে পিটুনীর প্রতিবাদ জানাতে গিয়ে দুই ভাই নিহত

- Update Time : ১২:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ৫১২ Time View
বিল্লাল হোসেন, নিজস্ব প্রতিবেদক :নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পিটুনীর প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে সহোদর দুই ভাই নিহত হয়েছে। সোমবার (৩১) মার্চ সন্ধায় উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগদী গ্রামের কুড়াইতলি’টেক এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, পলাশ উপজেলার করতেতৈল এলাকার আশরাব উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)। এদিকে এ ঘটনায় পাভেল, খবির ও ওসমান নামে তিনজনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।
https://sonalishopbd.com/
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে করতেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে ভাগদীর কুড়েতলীর এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনী দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ অন্যান্যরা। পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনী দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাবা মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও আহত করে এলাকাবাসী। এসময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব।
নিহত রাকিব ও সাকিবের বাবা অভিযোগ করে বলেন,ভাগদী কুড়েতলী এলাকার বাচ্চু,মানিক,দুলাল,ওসমান,সোবা
I went over this web site and I conceive you have a lot of great info , saved to fav (:.