নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

- Update Time : ০৩:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪ Time View
আবুনাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫ সালে উপজেলায় জিপিএ- ৫.০০ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার ( ০৭ সেপ্টেম্বর) দুপুরে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবপর মডেল থনার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগী, কুমরাদী মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আসাদুল্লাহ কৃতি শিক্ষার্থী মাহতির বিন মাহাবুব স্পর্শ, মাহবুবে নুসরাত প্রমুখ। প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। ফলে শিক্ষার্থীদেরকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কারণ আমাদের দেশে জনসংখ্যা অনেক। আর এই জনসংখ্যাকে কাজে লাগাতে হলে ভালো মানুষ হতে হবে। উল্লেখ্য শিবপুরে এবার এসএসসি পরীক্ষায় ১৬৩ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন