নরসিংদীর শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির টাকা,ক্রেস্ট ও সম্মাননা প্রদান

- Update Time : ০২:৫৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ১৯৯ Time View
ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty
ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty
বিশেষ প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ১৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির টাকা, সনদ ও ক্রেস্ট সহ সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার রাশিদুল কবির ভূইয়া স্বপন। বিশেষ আলোচক ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন। সুশিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও কেমব্রিজ মডেল স্কুলের অধ্যক্ষ রাজিব হোসেন রাতুল এর সভাপতিত্বে এবং সুশিক্ষা ফাউন্ডেশনের সহ সভাপতি কবি মো. আল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর, নকশিস এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, রাহিমা হক চেতনা বিকাশ
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শফিউল আজম, ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া, বর্ণমালা আইডিয়াল কলেজের সভাপতি মো.আলমগীর হোসেন, সাহিত্যের বন্ধনের সভাপতি আসাদ সরকার, প্রবাহ মডেল স্কুলের সভাপতি মো. দেলোয়ার হোসেন (দোলন), বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আসাদুজ্জামান (ইয়ামিন)।