নরসিংদীর শিবপুরে মিনিবার ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

- Update Time : ০৬:২৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ১০৯ Time View
আবুনাঈম রিপন: নরসিংদী থেকে: নরসিংদীর শিবপুরে মানিকদি যুব সমাজের উদ্যোগে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যুব সমাজের উদ্যোগে এ মিনিবার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। মানিকদী নবজাগরণ বনাম মানিকদী ফ্রেন্ডস ফুটবল একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মানিকদী নবজাগরণ জয় লাভ করে। আনন্দ উৎসব মুখর পরিবেশে এলাকাবাসী খেলা উপভোগ করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।খেলার উদ্বোধন করেন শিবপুর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শরীফ হোসেন সরকার। জয়নগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শফিউল আজম শামীমের সভাপতিত্বে খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সামসুল আলম ভূইয়া বকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে বিজয়ী দল ও বিজীতাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।