নরসিংদীর শিবপুরে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পক্ষে দেশব্যাপী জনমত গড়ে তুলতে জনসমাবেশ অনুষ্ঠিত

- Update Time : ০৫:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩ Time View
আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর যোশর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে যোশর কাচারি মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ও নরসিংদী- ৩ শিবপুর আসনের বিএনপির এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব মনজুর এলাহী। উপজেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, ভিপি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক, মাহবুব খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, মৎস্যজীবী দলের সভাপতি, ওমর ফারুক মৃধা টিটু। জন সমাবেশে আরো বক্তব্য রাখেন যোশর ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। এছাড়া জেলা উপজেলার নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।