১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় র্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আটক ৮
Reporter Name
- Update Time : ০২:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ৯ Time View
রোমান পথিক, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় র্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় অস্ত্র ব্যবসা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে র্যাব।
শনিবার (১ নভেম্বর) ভোরে র্যাব-১১, ব্যাটালিয়ন সদর, নারায়ণগঞ্জের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। র্যাব-১১ এর অধিনায়ক (সিনিয়র সহকারী পরিচালক) এএসপি সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা, মাদক ও অস্ত্র ব্যবসাসহ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত একটি চক্রের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটকরা হলো—
মোঃ শাহিন মিয়া (৪০), সিয়াম ওরফে ছোট সিয়াম (২৪), সোহেল মিয়া (২৬), রুহুল আমিন ওরফে রুহুল (৩৮), জিয়াউর রহমান (৩২), মিজান মিয়া (৩০), মাজেদা আক্তার (৪০) ও শরিফ মিয়া (২৯)।

অভিযান থেকে উদ্ধার করা হয় ৫টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় ওয়ান শুটার গান, ১০টি ম্যাগাজিন, ৩৬ রাউন্ড গুলি এবং বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সরঞ্জাম।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে রায়পুরা এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তারা এলাকায় আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষের ওপর হামলার পরিকল্পনাও করছিল বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রায়পুরা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
















