নরসিংদীর মনোহরদীতে সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের দাফন সম্পন্ন
- Update Time : ০৩:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭১ Time View

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি:
আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ঢাকার আজাদ মসজিদে প্রথম জানাজা শেষে নরসিংদীর মনোহরদীতে তার পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় তার দাদার নামে প্রতিষ্ঠিত মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে ব্রাহ্মণহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাজার নামাজের ইমামতি করেন বাঘিবাবাড়ি মাদরাসার শিক্ষক মাওলানা শওকত আলী।জানাজায় এলাকার স্থানীয় লোকজনসহ আত্মীয়-স্বজনরা অংশ নেন।এর আগে গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকার আজাদ মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।২৪ জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থ্যানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র্যাবের হাতে গ্রেফতার হন সাবেক এই মন্ত্রী। এরপর ঢাকার কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি।সম্প্রতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন কারাগারে অসুস্থ হয়ে পড়লে রোববার (২৯ সেপ্টেম্বর) কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে সর্বপ্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।নুরুল মজিদ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ১৯৫০ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস নরসিংদীর মনোহরদীর গোতাশিয়ার বাগানবাড়ী এলাকায়। তার বাবা আইনজীবী এম.এ.মজিদ ও মা নূর বেগম। তার দাদা শুক্কুর মাহমুদ ১৯২৩ সালে তৎকালীন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এবং অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন।নূরুল মজিদ ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএসসহ একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।পেশায় আইনজীবী নুরুল মজিদ বৃহত্তর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলর ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন। ১৯৭৫ এর ১৫ আগস্ট পট-পরিবর্তনের পর তিনি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের স্ত্রীর নাম নাদিরা মাহমুদ। ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ছাড়াও তার দুই কন্যা সন্তান রয়েছে।
তার মৃত্যুতে বাংলাদেশ একজন জাতীয় নেতাকে হারালো
























