০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মনোহরদীতে বিকাশ ব্যবসায়ীকে হত্যা

Reporter Name
- Update Time : ১০:২৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ৮১ Time View
রেজাউল করিম, জেলা প্রতিনিধি, নরসিংদী:নরসিংদীর মনোহরদীতে রাসেল ভূইয়া (৩৫) নামে বিকাশ ব্যবসায়ীকে হত্যা। এই ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৬ ফেব্রুয়ারি) রবিবার সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের মফিজ মুহুরীর বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল ভূইয়া একই ইউনিয়নের বড়বাড়ির মৃত মাইন উদ্দিনের ছেলে। সে চালাকচর বাজারে (রাসেল টেলিকম নামে) একটি দোকানে বিকাশ ব্যবসা ও মোবাইলের ব্যবসা করতো।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মফিজ মুহুরীর বাড়ির পাশে রাসেলের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে এলকাবাসী। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছোটে এসে মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী রোজিনা বলেন, সন্ধ্যায় তার মোবাইল মেরামত করে বাড়িতে দিয়ে যায়। এরপর থেকে রাসেলের মোবাইলে একাধিকবার কল দিলে কেটে দেয়। একপর্যায়ে আমার নাম্বারই ব্লক করে দেয়। পরে সকালে বের হই এলাকাবাসীর কাছে শোনে ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পাই।
তিনি আরো বলেন, মফিজ মুহুরির মেয়ে লিটা ও জামাই মাছুম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। রাসেলের আগে ওদের সাথে যোগাযোগ থাকলেও আমি মানা করায় যোগাযোগ রাখেনি। গতকাল ওদের বাসায় গেলে রাসেলকে মেরে লাশ ফেলে ওরা পালিয়ে গেছে। আমার স্বামী হত্যার বিচার চাই।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল জব্বার বলেন, ধারণা করা হচ্ছে ঘরে ভিতর মেরে লাশ ঘরের পিছনে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে রাসেলকে মারা হয়েছে। ওই বাড়িওলা ও বাড়িওলার মেয়েকে আমরা থানা নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদ এর পরে বিস্তারিত জানা যাবে। রিটা মাদক ব্যবসার সাথে জড়িত। ধারণা করা হচ্ছে উভয়ই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত।
Tag :