০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
নরসিংদীর মনোহরদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আবু নাইম রিপন
- Update Time : ০১:১৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ১৫৯ Time View
আবুনাঈমরিপন: নরসিংদীর মনোহরদীতে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই বাদল মিয়ার শাবলের আঘাতে বড় ভাই কাজল মিয়া নিহত হন। ৪/৪/২৫ ইং এপ্রিল,শুক্রবার সকালে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া (গুইলেরটেক) গ্রামে এ ঘটনা ঘটে। ছোট ভাই বাদল ও নিহত কাজল মিয়া (৫০) চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরেই বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।

শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে আবারও তর্ক শুরু হলে মুহূর্তেই উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বাদল মিয়া (৪৫) রাগের মাথায় শাবল দিয়ে বড় ভাই কাজল মিয়ার মাথায় সজোরে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাজল মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মূল আসামি বাদল মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি উঠে এসেছে। মূল আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে ।

Tag :