নরসিংদীর ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দবীতে মানববন্ধন।

- Update Time : ০২:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ৮৩ Time View
বিশেষ প্রতিনিধি: নরসিংদীর ঘোড়াশালে কাভার্ডভ্যান চালক আহসান উল্লাহকে নির্মভাবে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী, পরিবারের সদস্য ও তার চালক সহযোগীরা। সোমবার (৫ মে) নরসিংদী প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ট্রাক লরি চালাক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, প্রাণ আরএফএল গ্রুপ এর চালক জাকির হোসেন, নিহতের স্ত্রী নূরে আলম সহ স্থানীয় এলাকা বাসী উপস্থিত বক্তারা বলেন , প্রকাশ্যে গুলি করে নির্মমভাবে নিরিহ এই চালককে হত্যা করা হয়। দীর্ঘদিন পার হলেও মুল অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পু্লিশ। ফলে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার পাশাপাশি ছাড় পেয়ে যাচ্ছে হত্যাকারীরা। অতিদ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানায় তারা।
এর আগে গত ১৩ এপ্রিল রাতে ঘোড়াশাল পৌরএলাকার কুমারটেক এলাকায় দোকানের পাশে বসে থাকা অবস্থায় মোটরসাইকেল যোগে এসে দুই দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। নিহত আহসান উল্লাহ কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক ছিলেন।