০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
Reporter Name
- Update Time : ০১:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৬৭ Time View

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে দেশজুড়ে শিক্ষকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ এমপিও শিক্ষক,কর্মচারী ফোরাম, নরসিংদী জেলা শাখা। ১৫ইং অক্টোবর, বুধবার সকালে উপজেলা মোড়ে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষক,কর্মচারী এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান মৃধা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন নকশিশ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ পাঠান প্রমুখ। নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান অনিকসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বলেন,শিক্ষক সমাজ ও জাতি গঠনের কারিগর। তাঁদের ওপর হামলা দেশের শিক্ষা ও মানবিকতার ওপর আঘাত এনেছে। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,শিক্ষক সমাজকে অপমানিত বা নির্যাতনের ঘটনা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার এবং সমাজের সচেতন অংশের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষক সমাজের প্রতি সম্মান ও দ্রুত তাঁদের দাবি পূরণসহ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান শিক্ষক নেতৃবৃন্দ ।
Tag :

























