০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে বাংলাদেশ সরকারের স্থানীয় পর্যায়ের রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পদক প্রদান করা হয়

রেজাউল করিম
- Update Time : ১১:৫৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ২১৩ Time View

রেজাউল করিম জেলা প্রতিনিধি নরসিংদী :
থাকে। জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর পাঁচজন ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়। এরই অংশ হিসেবে নরসিংদীতে ২০২২, ২০২৩ ও ২০২৪ এই তিন বছরে মোট ১৫ জন ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পদক্ষে ভূষিত করা হয়।
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ১১ জুলাই (সোমবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের মাঝে সম্মাননা স্বরূপ উত্তরীয়, মেডেল, সনদপত্র ও নগদ ২০ হাজার টাকা তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন , নরসিংদী জেলা কালচারাল অফিসার রুনা লায়লা। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হারিস রিকাবদার (কালা মিয়া), নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।
অনুষ্ঠান উপস্থাপনা করেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক।
জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন, ২০২২ সালে কণ্ঠ সংগীতে দুলাল সাহা, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় ইমদাদুল ইসলাম খোকন, লোকসংস্কৃতিতে মো: ফজল মিয়া, যাত্রাশিল্পে মোঃ মোস্তফা ভূইয়া এবং নাট্যকলায় মোহাম্মদ আলী আকন্দ।
২০২৩ সালে কন্ঠ সংগীতে কাজল গোস্বামী, নাট্যকলায় আনিসুর রহমান শিপলু, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় মো: নুরুল ইসলাম নুরচান, যাত্রা শিল্পে মোঃ হাসান এবং লোক সংস্কৃতিতে মোঃ ইসমাইল সরকার।
২০২৪ সালে কন্ঠ সংগীতে লিটন চন্দ্র শর্মা চারুকলায় মোহাম্মদ মেহেদী হাসান, যাত্রাশিল্পী শিউলি বেগম, লোকসংস্কৃতিতে ঝর্না রানী বর্মন এবং ফটোগ্রাফিতে মোহাম্মদ শরীফ ইকবাল রাসেল।

২০১৩ সাল থেকে নরসিংদীতে জেলা পর্যায়ে জেলা শিল্পকলা একাডেমী গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়ে আসছে। সম্মাননা প্রদান শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী সরব হলো।
Tag :
Earn passive income this month—become an affiliate partner and get paid! https://shorturl.fm/onX2z