নতুন বাংলাদেশ একটি নতুন সূর্যকে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে হবে

- Update Time : ০১:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৭৮ Time View
ধন্যবাদ জুলাই ২৪ যোদ্ধাদের। যাদের অকুতোভয় প্রাণপণ লড়াইয়ের মাধ্যমে আমরা পেলাম একটি নতুন বাংলাদেশ একটি নতুন সূর্য। বিগত সময় ফ্যাসিবাদ মাফিয়া সরকারের আমলে যে সমস্ত রাজনৈতিক নেতাকর্মী দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল আমরা বাহ্যিক দৃষ্টিতে যদিও হাসিনার বিরুদ্ধে আন্দোলন দেখেছি বাস্তবেই এটি কেবল লোক দেখানো ছিল। এ আন্দোলনে যারা প্রথম সারির নেতা ছিলেন তারা প্রত্যেকেই হাসিনার দোসর এবং বেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে তলে তলে ঐক্যবদ্ধ ছিলেন। কিন্তু জুলাই যোদ্ধারা একেবারে মনেপ্রাণে নতুন একটি দেশ তারা চেয়েছিলেন আর যার জন্য আমরা সফল হতে পেরেছি মহান রাব্বুল আলামীন আমাদেরকে সফল হওয়ার জন্য সাহায্য করেছেন। কারণ আল্লাহ তায়ালা মুনাফিকদের কে কখনো সাহায্য করেন না তাদের কথা এক এবং কাজের সম্পূর্ণ বিপরীত। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা মোনাফিক ছিলেন না যার জন্য আল্লাহ তাআলা তাদের হাত ধরে এত বড় বিজয় দান করেছেন আজকে যিনি আমরা তাদের জন্য দোয়া করি। আর তাদেরে আন্দোলন সংগ্রামের পরবর্তী সময়ে তারা যে দল নিয়ে জাতির সামনে নতুন নেতৃত্ব নিয়ে আসতেছে এটাকে কলঙ্কিত করার জন্য মাফিয়া সরকার সহ পতিত মাফিয়া এবং তার দোসোরেরা আর আমাদের প্রশাসনে অবস্থানরত ভাইয়েরা যারা ইতিপূর্বে মাপিয়া সরকারের দোষর ছিল তারা আজ বিভিন্ন কৌশলে ষড়যন্ত্রে লিপ্ত। আমি এই সমস্ত ষড়যন্ত্রকারীদের কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এই জাতীয় মোনাফিকদের কি দিয়ে এই দেশ কখনো উন্নতির চরম শিখরে পৌঁছবে না ইসলাম মানবতা কোনটাই সংরক্ষিত থাকবে না। তাই গোপালগঞ্জ থেকে শিক্ষা গ্রহণ করে গোপালগঞ্জ সহ গোটা দেশে এই মাফিয়া দোসরদেরকে চরম শিক্ষা দেওয়ার এখনই সময়। তা না হলে এই জুলাইয়ের আন্দোলন জুলাইয়ের চিন্তা চেতনা ইসলাম মানবতা আগামী দিনের যে ইসলামকে আমরা ধারণ করছি জাতীয়তাবাদী ধারণ করছি এটা কোনটাই থাকবে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সেটার প্রজ্ঞাপন জারি করতে হবে অন্যথায় বর্তমানে অন্তবর্তী কালীন সরকার তারাও বিপদে পড়বে। আসুন সকলে মিলে দেশকে ভালবাসি ইসলামকে ভালোবাসি মানবতাকে ভালোবাসি। কবি নজরুল বলেছিলেন বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যবে উত পিরিতের ক্রন্দনরুল আকাশে বাতাসে ধনীবে না অত্যাচারীর খরগো কিপাম ভীমেরণ ভুনে আর রনিবে না। বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এই কথাটি কে ধারণ করে আমাদের সেনাবাহিনীকে এখনই কঠিন পদক্ষেপ নিতে হবে। আর সরকারের সহযোগিতা না করলে সেনাবাহিনী ও ক্ষতির সম্মুখীন হবেন।
মোঃ হুমায়ুন কবির, সভাপতি, কবি নজরুল অনুরাগ পরিষদ। পল্টন ,ঢাকা