ধর্ষকের শাস্তি চেয়ে শিবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

- Update Time : ১১:১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ২০৫ Time View
মোঃ জালাল উদ্দীন,চাঁপাইনবাবগঞ্জঃ সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সচেতন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মূল ফটকের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ওই স্কুলের সামনে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা “তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া, ‘‘আমার বোনের কান্না আর না আর না’’, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা গুলি কর, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’’ স্লোগান দেন। এতে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল-বশরী সোহান, সাইমুন সাদাব, আসিক শাহনাওয়াজ, শাহাদাৎ হোসেন ও শিক্ষার্থী হালিমা খাতুনসহ অন্যরা। বক্তারা বলেন, যদি আর কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে প্রশাসন দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না, এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এ সময় সড়কে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মোঃ জালাল উদ্দীন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলকসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়। শেষে ক্ষতিগ্রস্থ দুর্লভপুর ইউনিয়নের মোস্তারী বেগমের মাঝে এক বান্ডিল ঢেউটিন ও খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।