দ্রুত সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শুরু করা প্রয়োজন ——-ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

- Update Time : ০২:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৬৮ Time View
ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেছেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে গণহত্যার বিচার কার্যক্রম শুরু করা প্রয়োজন। সংস্কার সংস্কার তসবীহ না পড়ে অবিলম্বে শুরু করতে হবে। তিনি বলেন, সংস্কার না হলে পাথর দিয়ে নারকীয়ভাবে হত্যাকান্ড ফ্যাসিবাদী চরিত্র বন্ধ হবে না। পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে মানুষ হত্যার সংস্কৃতি রুখা যাবে না। রাজনৈতিক দস্যুতা বন্ধ হবে না।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, বিগত সরকারের আমলের চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট ও গণহত্যার বিচার না হওয়ায় নতুনভাবে রাজনৈতিক দুস্য তৈরি হচ্ছে, রাজনৈতিক ডাকাত তৈরি হচ্ছে। তিনি বলেন, অবিলম্বে ট্রাইব্যুনাল গঠন করে নব্য খুনি, রাজনৈতিক দস্যু এবং বিগত ফ্যাসিবাদের আমলে সংঘটিত গণহত্যার বিচার কার্যকর করতে হবে।
ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, যেভাবে সারাদেশে চাঁদাবাজি, দখলবাজি, স্ট্যাান্ডবাজি চলছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দল এর দায়ভার কোনভাবেই এড়াতে পারে না। প্রশাসনের দুর্বলতায় অপরাধ বেড়েই চলছে। যে সকল প্রশাসনের কর্মকর্তারা আন্তরিকতার সাথে কাজ করবে না, তাদেরকে অব্যাহতি দিলে টনক নড়বে, অন্যথায় নয়।