দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিচার করে সৎ মানুষদের রাজনীতিতে আসার সুযোগ দিন ——-ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

- Update Time : ১২:১৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / ২০৮ Time View
দেশের অফিস আদালতে ঘুষ-দুর্নীতি বন্ধ না হলে বিদেশীরা বিনিয়োগ করবে না বলে মন্তব্য করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী। তিনি বলেন, দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিচার করে সৎ মানুষদের রাজনীতিতে আসার সুযোগ করে দিতে হবে। বিগত ৫৪ বছরের নোংরা ও পঁচা রাজনীতিতে মানুষ ফিরতে চায় না।
আজ সোমবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, দুর্নীতিবাজদের বিচার না হওয়ায় বিদেশীরা এদেশে বিনিয়োগের উৎসাহ হারিয়ে ফেললে দেশের উন্নতি ও অগ্রগতি অনেকাংশে হ্রাস পাবে। তিনি বলেন, ঘুষ, দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের জন্য সংবিধানে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন করলে দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস পেত না। তিনি বলেন, বিগত ১৬ বছরে দেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে ২৯ লাখ কোটি টাকা। এ টাকাগুলো ফেরত আনার কোন উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। দুর্নীতিবাজ ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ও দলকে রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা সময়ের অনিবার্য দাবি।
ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, রাজনীতি চোর-বাটপার, সন্ত্রাসী ও কালো টাকার মালিকদের কাছে জিম্মি হয়ে ভবিষ্যৎ অন্ধকারের পথে। কাজেই ভাল মানুষদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে।