০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গা পূজায় শান্তি ও সৌহার্দ্য রক্ষায় সাধনপুর ইউপির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা সম্পন্ন
Reporter Name
- Update Time : ১১:৩১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৭ Time View

আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):
বাঁশখালী, চট্টগ্রাম: আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাধনপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন ও পূজা কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি-সহ রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাধনপুর ইউনিয়ন শাখার সভাপতি খলিলুর রহমান (ইসমাইল) ও মাস্টার সাইফুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আহমদ নুর, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম (বুলবুল) উপস্থিত ছিলেন। এছাড়াও বাঁশখালী উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুর রহমান, সাবেক মেম্বার আব্দুল হক ও জিয়াউদ্দীন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ফজল কাদের এবং আবু তাহের সভায় অংশগ্রহণ করেন।
পূজা উদযাপন কমিটির পক্ষে তাপস কুমার নন্দী ও লায়ন শেখর দত্ত উপস্থিত থেকে উৎসব সুষ্ঠুভাবে পালনের বিষয়ে তাদের মতামত জানান। ইউপি প্রশাসনিক কর্মকর্তা নোবেল ভট্টাচার্য এবং ইউপি সদস্য করুণাময় ভট্টাচার্য, আব্দুল হামিদ, ডা. মোহাম্মদ এজাজ, মশিউল আলম, শওকত আলী, নন্দন দে, আজিজুল হক, কুলছুমা বেগম, দীপ্তি দাশ, এবং শিল্পী দেব সহ বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিরাও এই সভায় যোগ দেন।
বক্তারা তাদের বক্তব্যে প্রতি বছরের ন্যায় এবারও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। তারা পূজো চলাকালীন সময়ে প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার অঙ্গীকার করেন এবং সকলকে ধর্মীয় রীতিনীতি মেনে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানান। সভার শেষে শান্তি ও সম্প্রীতির মাধ্যমে দুর্গা পূজাকে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
Tag :
























