১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই দলে এক ব্যক্তি: সোহেলের দ্বিচারিতা ফাঁস! আইনের আওতায় আনার দাবি
Reporter Name
- Update Time : ১২:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৮ Time View

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন আব্দুল্লাহ আল হারুন সোহেল, যিনি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজেপি)-এর ফেনী জেলা সভাপতি হিসেবে পরিচিত। একই সময়ে তিনি নিজেকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর চেয়ারম্যান হিসেবে দাবি করছেন, যা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধ।
এনডিপির বর্তমান চেয়ারম্যান কে এম আবু তাহের পাটোয়ারী এক বিবৃতিতে জানান, “সোহেলকে তার রাজনৈতিক লোভ, হঠকারিতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মহাসচিব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সে এখন দলের নাম ভাঙিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল।”
দলীয় সূত্রে জানা যায়, এনডিপির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোহেলকে বহিষ্কার করে তার স্থলে আজমেরী বেগম ছন্দা ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এনডিপি দাবি করছে, সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক ব্যক্তি একাধিক দলের নেতৃত্বে থাকলে তা শুধু দলীয় শৃঙ্খলা নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবমাননা। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, এমন দ্বিচারিতা শাস্তিযোগ্য অপরাধ এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি । (বিজ্ঞপ্তি)
Tag :
























