০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অনস্বীকার্য -মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী

Reporter Name
  • Update Time : ০৯:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ৯৩ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি অর্জনের মাস হলো রমজান। রমজান মাস মুমিনের জন্য সুসংবাদ বয়ে আনে। কিন্তু দুঃখজনক বিষয় হলো রমজান আসলে মানুষের মধ্যে এক ধরনের হাহাকার, দুঃখ-কষ্টের সীমা থাকে না। পৃথিবীর দেশে দেশে রমজান আসলে নিত্যপণ্যের দাম কমিয়ে দেয়া হয়। বাজারব্যবস্থা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু ব্যতিক্রম হলো বাংলাদেশ। রোজা আসার সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়িয়ে দেয়া হয়। সিন্ডিকেটেরে মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে বাজারব্যবস্থা অস্থির করে ফেলা হয়। রমজানে বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে মানুষের কষ্টের আর কোনো সীমা থাকবে না। মাওলানা মাদানি আরও বলেন, দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অনস্বীকার্য।

শনিবার বিকালে রাজধানীর বিজয়নগর আত-ত্বরীম মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত”দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে স্বাগত আলোচনায় অংশ নেন আলহাজ মনির হোসাইন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, এডভোকেট মনির হোসাইন, এ আর খান, মুফতি আখতারুজ্জামান প্রমুখ।

প্রিন্সিপাল মাদানি আরও বলেন,  আগামি জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেয়ার জোড়ালো প্রচেষ্টা চলছে। সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করার আলোচনা চলছে। ইসলামপন্থার বিজয় ছিনিয়ে আনতে এখন থেকেই মাঠে ময়দানে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, কুরআন নাজিলের মাস রমাজানে কুরআনবিরোধী সকল অপকর্ম বন্ধ করতে হবে। সুদ, ঘুষ, জিনা, ব্যবিচার বন্ধে সরকারকে কার্যকরি পদক্ষেপগ্রহণ করতে হবে। অশ্লীলতা, বেয়াপনা ও পর্নোগ্রাফি বন্ধ করতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, চোরাকারবারি বন্ধ করতে হবে ।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অনস্বীকার্য -মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী

Update Time : ০৯:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি অর্জনের মাস হলো রমজান। রমজান মাস মুমিনের জন্য সুসংবাদ বয়ে আনে। কিন্তু দুঃখজনক বিষয় হলো রমজান আসলে মানুষের মধ্যে এক ধরনের হাহাকার, দুঃখ-কষ্টের সীমা থাকে না। পৃথিবীর দেশে দেশে রমজান আসলে নিত্যপণ্যের দাম কমিয়ে দেয়া হয়। বাজারব্যবস্থা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু ব্যতিক্রম হলো বাংলাদেশ। রোজা আসার সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়িয়ে দেয়া হয়। সিন্ডিকেটেরে মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে বাজারব্যবস্থা অস্থির করে ফেলা হয়। রমজানে বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে মানুষের কষ্টের আর কোনো সীমা থাকবে না। মাওলানা মাদানি আরও বলেন, দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অনস্বীকার্য।

শনিবার বিকালে রাজধানীর বিজয়নগর আত-ত্বরীম মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত”দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে স্বাগত আলোচনায় অংশ নেন আলহাজ মনির হোসাইন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, এডভোকেট মনির হোসাইন, এ আর খান, মুফতি আখতারুজ্জামান প্রমুখ।

প্রিন্সিপাল মাদানি আরও বলেন,  আগামি জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেয়ার জোড়ালো প্রচেষ্টা চলছে। সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করার আলোচনা চলছে। ইসলামপন্থার বিজয় ছিনিয়ে আনতে এখন থেকেই মাঠে ময়দানে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, কুরআন নাজিলের মাস রমাজানে কুরআনবিরোধী সকল অপকর্ম বন্ধ করতে হবে। সুদ, ঘুষ, জিনা, ব্যবিচার বন্ধে সরকারকে কার্যকরি পদক্ষেপগ্রহণ করতে হবে। অশ্লীলতা, বেয়াপনা ও পর্নোগ্রাফি বন্ধ করতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, চোরাকারবারি বন্ধ করতে হবে ।