দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে অব্যাহতি

- Update Time : ০২:৫০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ১১১ Time View
মোঃ নাসির উদ্দিন রাজশাহী :দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর তানোর উপজেলার বিএনপির দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও তাদের অব্যাহতি দেয়া হয়।
বৃহঃস্প্রতিবার রাতে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার সই করা একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন-রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভা সাবেক মেয়র মিজানুর রহমান মিজান ও পাঁচন্দর ইউনিয়ন বিএপিরফ সভাপতি মজিবর রহমান।
উল্লেখ্য গত মঙ্গলবার বিকেলে ইফতার মাহফিলের পূর্বে কৃষ্ণপুর মোড়ে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মূর্তুজাদের অনুসারীদের সঙ্গে ওই ইউনিয়নের সাবেক সভাপতি মোমিন গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে।
মাহফিল শুরুর দিকে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও সাবেক সভাপতি আব্দুল মোমিন দুই গ্রুপের নেতাকর্মী সমর্থকেরা কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে গ্রহণ করার জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন। তবে সাবেক সভাপতি আব্দুল মোমিন গ্রুপের পক্ষ থেকে তারাই প্রধান অতিথিকে বরণ করে নিয়ে যেতে চাইলে বাঁধা দেয় প্রতিপক্ষ।ব
এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন ও তার ছোট ভাই গানিউল ইসলাম ও তাদের অনুসারী নেতাকর্মীরা বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোত্তুজার ওপর হামলা চালায়। খবরটি ছড়িয়ে পড়লে প্রভাষক মুজিবুর রহমানের অনুসারীরা হামলা চালায়। এতে গানিউল গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বুধবার দুপুরে তিনটার দিকে তিনি মারা যান।পরের দিন বুহঃস্প্রতিবার বিকেল ৪টার দিকে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।আর ঘটনায় নিহতের বড় ভাই পাঁচনন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোমিনুল হক বাদি হয়ে ৩৭ জনকে আসামি করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।