০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

তেঁতুলিয়ায় ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি’র পণ্য বিতরণ করছেন না টিসিবি ডিলারগণ

Reporter Name
  • Update Time : ০৩:৪৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ২৩২ Time View

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপজেলার সাতটি ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি পণ্য বিতরণ করছেননা কতিপয় টিসিবি ডিলারগণ। সময়মত টিসিবি পণ্য না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে কার্ডধারীদের।

বৃহস্পতিবার (১৩ মার্চ) তেঁতুলিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে খোঁজখবর নিলে এমন তথ্য পাওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, উপজেলায় টিসিবি পণ্য বরাদ্দ মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু স্বাক্ষরিত গত ৯ মার্চ রোববার তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নে জানুয়ারি/২৫ মাসে টিসিবি পণ্য বিক্রয়ের একটি ক্যালেন্ডার প্রকাশ করেন এবং সিডিউল মোতাবেক টিসিবি পণ্য বিতরণ কমিটিকে উপস্থিত থেকে বিতরণ কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

জানা যায়, উপজেলার তিরনইহাট ইউনিয়নে মেসার্স রিপা ট্রেডার্স, শালবাহান ইউনিয়নে মেসার্স আশরাফী এন্টারপ্রাইজ, তেঁতুলিয়া ইউনিয়নে সাদ এন্টারপ্রাইজ, দেবনগড় ইউনিয়নে মেসার্স রাফিহা এন্টারপ্রাইজ ও বাংলাবান্ধা ইউনিয়নে মেসার্স সাদিয়া ট্রেডার্স কে ১০ মার্চ থেকে ১২ মার্চ এর মধ্যে বিতরণ করতে বলা হয়। তিরনইহাট ও বাংলাবান্ধা ইউনিয়নে সময়মত বিতরণ করা হলেও তেঁতুলিয়া ইউনিয়নে নিদির্ষ্ট সময়ের একদিন পর কার্ডধারীদেরকে ঘন্টা খানিক অপেক্ষায় রাখিয়ে টিসিবি পণ্য বিতরণ করেন সাদ এন্টারপ্রাইজ এর ডিলার। এদিকে রিপোর্ট লেখা পর্যন্ত সিডিউলকে তোয়াক্কা না করে টিসিবি পণ্য বিতরণ করতে দেখা যায়নি মেসার্স আশরাফী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী একরামুল হক ও মেসার্স রাফিহা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রাশেদুজ্জামানকে। অন্যদিকে উপজেলার ভজনপুর ও বুড়াবুড়ি ইউনিয়নে ১৩ মার্চ থেকে ১৬ মার্চ এর মধ্যে পৃথক টিসিবি ডিলারকে বিতরণ করার কথা বলা হয়েছে।

মেসার্স রাফিহা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রাশেদুজ্জামান বলেন, সার্ভার এর কারণে বিতরণ করা সম্ভব হয়নি। শনিবার (১৫ মার্চ) শালবাহানে বিতরণ করবেন এরপর দেবনগড় বা ভজনপুর এর ডিও করবেন বলে জানিয়েছেন। তবে ইউএনও স্যার জাস্ট ক্যালেন্ডার তৈরি করে দিয়েছে আমাদের সেটা সমন্বয় করে নিতে বলছে।

এ বিষয়ে তিরনইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসাইন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বলেন, তার ইউনিয়নে টিসিবি বিতরণ হয়েছে। দেবনগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছলেমান আলী মুঠোফোনে বলেন, বিতরণ করার কথা থাকলেও এখনো তার ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ করা হয়নি এবং কখন টিসিবি পণ্য বিতরণ করা হবে তাকে জানাননি মেসার্স রাফিহা এন্টারপ্রাইজ এর ডিলার রাশেদুজ্জামান। শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, তার অজান্তে ইউনিয়নে মাইকিং এর মাধ্যমে ১৩ মার্চ টিসিবি পণ্য বিতরণ করার কথা থাকলেও সেদিন বিতরণ করেননি মেসার্স আশরাফী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী একরামুল হক। এতে অনেক কার্ডধারী হয়রানি হয়ে ফেরত গিয়েছেন বলে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা খাদ্য পরিদর্শক রুবেল আলম জানান, উপজেলার অন্যান্য ডিলারগণ নিদির্ষ্ট সময়ে টিসিবি পণ্য বিতরণ করলে তারা (মেসার্স আশরাফী এন্টারপ্রাইজ ও মেসার্স রাফিহা এন্টারপ্রাইজ) পারছেননা কেন? এরা আগে থেকেই এমন সময়ক্ষেপন করে আসছেন। সিডিউল হওয়ার পর ডিও লেটার প্রত্যেক টিসিবি ডিলারকে পাঠানো হলে তারা নিদির্ষ্ট সময়ের মধ্যে ব্যাংকে চালান জমা দিয়ে রশিদ দেখিয়ে টিসিবি পণ্য উত্তোলন পূর্বব বিতরণ করতে বলা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, এ বিষয়ে জানতে পেরেছিলাম। কারণ ব্যাখ্যার জন্য চিঠি করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

One thought on “তেঁতুলিয়ায় ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি’র পণ্য বিতরণ করছেন না টিসিবি ডিলারগণ

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

তেঁতুলিয়ায় ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি’র পণ্য বিতরণ করছেন না টিসিবি ডিলারগণ

Update Time : ০৩:৪৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপজেলার সাতটি ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি পণ্য বিতরণ করছেননা কতিপয় টিসিবি ডিলারগণ। সময়মত টিসিবি পণ্য না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে কার্ডধারীদের।

বৃহস্পতিবার (১৩ মার্চ) তেঁতুলিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে খোঁজখবর নিলে এমন তথ্য পাওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, উপজেলায় টিসিবি পণ্য বরাদ্দ মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু স্বাক্ষরিত গত ৯ মার্চ রোববার তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নে জানুয়ারি/২৫ মাসে টিসিবি পণ্য বিক্রয়ের একটি ক্যালেন্ডার প্রকাশ করেন এবং সিডিউল মোতাবেক টিসিবি পণ্য বিতরণ কমিটিকে উপস্থিত থেকে বিতরণ কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

জানা যায়, উপজেলার তিরনইহাট ইউনিয়নে মেসার্স রিপা ট্রেডার্স, শালবাহান ইউনিয়নে মেসার্স আশরাফী এন্টারপ্রাইজ, তেঁতুলিয়া ইউনিয়নে সাদ এন্টারপ্রাইজ, দেবনগড় ইউনিয়নে মেসার্স রাফিহা এন্টারপ্রাইজ ও বাংলাবান্ধা ইউনিয়নে মেসার্স সাদিয়া ট্রেডার্স কে ১০ মার্চ থেকে ১২ মার্চ এর মধ্যে বিতরণ করতে বলা হয়। তিরনইহাট ও বাংলাবান্ধা ইউনিয়নে সময়মত বিতরণ করা হলেও তেঁতুলিয়া ইউনিয়নে নিদির্ষ্ট সময়ের একদিন পর কার্ডধারীদেরকে ঘন্টা খানিক অপেক্ষায় রাখিয়ে টিসিবি পণ্য বিতরণ করেন সাদ এন্টারপ্রাইজ এর ডিলার। এদিকে রিপোর্ট লেখা পর্যন্ত সিডিউলকে তোয়াক্কা না করে টিসিবি পণ্য বিতরণ করতে দেখা যায়নি মেসার্স আশরাফী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী একরামুল হক ও মেসার্স রাফিহা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রাশেদুজ্জামানকে। অন্যদিকে উপজেলার ভজনপুর ও বুড়াবুড়ি ইউনিয়নে ১৩ মার্চ থেকে ১৬ মার্চ এর মধ্যে পৃথক টিসিবি ডিলারকে বিতরণ করার কথা বলা হয়েছে।

মেসার্স রাফিহা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রাশেদুজ্জামান বলেন, সার্ভার এর কারণে বিতরণ করা সম্ভব হয়নি। শনিবার (১৫ মার্চ) শালবাহানে বিতরণ করবেন এরপর দেবনগড় বা ভজনপুর এর ডিও করবেন বলে জানিয়েছেন। তবে ইউএনও স্যার জাস্ট ক্যালেন্ডার তৈরি করে দিয়েছে আমাদের সেটা সমন্বয় করে নিতে বলছে।

এ বিষয়ে তিরনইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসাইন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বলেন, তার ইউনিয়নে টিসিবি বিতরণ হয়েছে। দেবনগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছলেমান আলী মুঠোফোনে বলেন, বিতরণ করার কথা থাকলেও এখনো তার ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ করা হয়নি এবং কখন টিসিবি পণ্য বিতরণ করা হবে তাকে জানাননি মেসার্স রাফিহা এন্টারপ্রাইজ এর ডিলার রাশেদুজ্জামান। শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, তার অজান্তে ইউনিয়নে মাইকিং এর মাধ্যমে ১৩ মার্চ টিসিবি পণ্য বিতরণ করার কথা থাকলেও সেদিন বিতরণ করেননি মেসার্স আশরাফী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী একরামুল হক। এতে অনেক কার্ডধারী হয়রানি হয়ে ফেরত গিয়েছেন বলে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা খাদ্য পরিদর্শক রুবেল আলম জানান, উপজেলার অন্যান্য ডিলারগণ নিদির্ষ্ট সময়ে টিসিবি পণ্য বিতরণ করলে তারা (মেসার্স আশরাফী এন্টারপ্রাইজ ও মেসার্স রাফিহা এন্টারপ্রাইজ) পারছেননা কেন? এরা আগে থেকেই এমন সময়ক্ষেপন করে আসছেন। সিডিউল হওয়ার পর ডিও লেটার প্রত্যেক টিসিবি ডিলারকে পাঠানো হলে তারা নিদির্ষ্ট সময়ের মধ্যে ব্যাংকে চালান জমা দিয়ে রশিদ দেখিয়ে টিসিবি পণ্য উত্তোলন পূর্বব বিতরণ করতে বলা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, এ বিষয়ে জানতে পেরেছিলাম। কারণ ব্যাখ্যার জন্য চিঠি করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।